শুভব্রত মুখার্জি: আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যে, টি-২০ বিশ্বকাপ হতে চলেছে সেই বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি হার্ড হিটার ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। দিল্লির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তিনি। তার পরে অনেকেই আশা করেছিলেন হয়তো ম্যাকগার্ককে বিশ্বকাপের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। বাস্তবে তা হয়নি। এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন অজিদের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি জানিয়েছেন, তাঁর মনে হয় না ম্যাকগার্ক নিজেও আশা করেছিলেন যে, তিনি বিশ্বকাপের জন্য জাতীয় দলে জায়গা পাবেন।
আরও পড়ুন: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খেলে ফেললেন কোহলি, লিখলেন ইতিহাস
বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন রিকি পন্টিং। আর তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। ফলে খুব কাছ থেকে ২২ বছর বয়সী তারকার ব্যাটিংকে দেখার সুযোগ পাচ্ছেন রিকি পন্টিং। দিল্লির হয়ে ইতিমধ্যেই আটটি ম্যাচ খেলে ফেলেছেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। এখনও পর্যন্ত করেছেন ৩৩০ রান। স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৩৭.৪১। ব্যাট হাতে বিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের কারণেই অনেকে মনে করেছিলেন, বিশ্বকাপের জন্য জাতীয় দলে জায়গা পাবেন তিনি। জাতীয় দলে তাঁর জায়গা না পাওয়া নিয়ে অধিনায়ক মিচেল মার্শও তাঁর মতামত জানিয়েছেন। তিনি জানিয়েছিলেন, যেহেতু ডেভিড ওয়ার্নাররা ধারাবাহিক ভাবে জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করছেন, তাই এই মুহূর্তে দলে জায়গা পাননি ম্যাকগার্ক। তবে এই নবীন প্রতিভাবান ক্রিকেটার যে ভবিষ্যতে দলে জায়গা পাবেন, তাও আশা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি CSK-এর, RR-এর অশ্বিনও ৫০ উইকেটের নজির গড়ে ফেললেন চিপকে
এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে ইএসপিএন ক্রিকইনফো-কে দিল্লির হেড কোচ রিকি পন্টিং আবার বলেছেন, ‘আমার মনে হয় না, জ্যাক প্রথম ক্ষেত্রেই যে জাতীয় দলে জায়গা পেয়ে যাবে, এতটা ও নিজেও আশা করেনি। মাত্র কয়েক সপ্তাহ আগে ও আইপিএলে এসেছে। একজন ক্রিকেটারের পরিবর্ত হিসেবে। আমার মনে হয়, এই সময়ে ওর মাথায় দূরদূর পর্যন্ত বিশ্বকাপের দলে নির্বাচিত হওয়ার ভাবনাও আসেনি। এই আইপিএলে ও এতটাই দুরন্ত পারফরম্যান্স করেছে যে, ওকে নিয়ে সবাই কথা বলছে। ও বেশ কিছু জিনিস এতটাই ভালো করেছে যে, ও আলোচনাতে উঠে এসেছে। ২০ বলে অর্ধশতরান করেছে। সেই কারণেই ওকে নিয়ে এত কথা হচ্ছে। পাশাপাশি আমি এটাও বলব এই টুর্নামেন্টের নিঃসন্দেহে সেরা জুটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি। ওদের পারফরম্যান্স সবাইকে ছাপিয়ে গিয়েছে।’