শুভব্রত মুখার্জি:- আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্তের নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজির শেষ কয়েক বছরে পারফরম্যান্স যথেষ্ট ধারাবাহিক। দিল্লি দলের হেড কোচ হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব সামলেছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা রিকি পন্টিং। তাঁর সঙ্গে একসঙ্গে দিল্লির কোচিং স্টাফে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়,প্রবীন আমরেরা। তবে আসন্ন মরশুমের আগে দিল্লি দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রিকি পন্টিং। কেন ছাড়লেন এই দায়িত্ব? কেই বা নেবে এই পরবর্তী দায়িত্ব? এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন রিকি পন্টিং। কি জানিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা! আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…
গত মাসেই দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয় হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে তাদের। রিকি পন্টিংয়ের নেতৃত্বে দিল্লি দলের ভালো উন্নতি হলে ও তারা আইপিএলের ট্রফি জয়ের স্বাদ পায়নি। ২০২০ সালে তারা প্রথমবার ফাইনালে পৌঁছায়। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। আইপিএলের প্রথম থেকে খেলা যে তিনটি ফ্র্যাঞ্চাইজি এখনও আইপিএলের ট্রফি জিততে পারেনি তাদের অন্যতম দিল্লি ক্যাপিটালস। এছাড়াও পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন ও আইপিএলের ট্রফি জয়ের স্বাদ পায়নি। পন্টিং জানিয়েছেন অফ সিজনে অর্থাৎ যখন খেলা চলছে না সেই সময়ে দলের ক্রিকেটারদের বেশি সময় দিতে পারেন এমন কাউকে কোচ হিসেবে চাইছে দিল্লি। আমার সেই জায়গাতে সমস্যা রয়েছে বলেই আমার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিন্ন হয়েছে।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
আইসিসি রিভিউ পডকাস্টে রিকি পন্টিং জানিয়েছেন ' আমার মনে হয় ওরা (দিল্লি ক্যাপিটালস) একজন ভারতীয় কোচকে খুঁজছে। ভারতীয় আমার সঙ্গে ওদের যে কথাবার্তা হয়েছে তাতে আমার সেটাই মনে হয়েছে। তারা আমাকে এটাই জানিয়েছে যে তারা এমন একজনকে চাইছে যিনি আরো বেশি করে দলকে অফ সিজনে সময় দিতে পারবে।সবথেকে বড় কথা হল তারা এমন একজনকে চাইছে যিনি ভারতে থেকে স্থানীয় ক্রিকেটারদের পিছনে অনেকটা সময় দিতে পারবে।আমার যেহেতু আরো অনেক এনগেজমেন্ট রয়েছে তাই আমার পক্ষে এটা সম্ভব ছিল না।তারপরেই আমরা দুই পক্ষ আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি আইপিএলে যদি ফের একবার সুযোগ পাই তাহলে তাদের (দিল্লিকে) কোচিং করাতে মুখিয়ে থাকব। প্রতিটা বছর আমি তাদের সঙ্গে দারুন সময় কাটিয়েছি।'
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…