আর কয়েকদিন পরই শুরু হয়ে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে পার্থ স্টেডিয়ামে। সেখানেই খেলতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশের লজ্জাজনক পারফরমেন্সের ১ মাসের মধ্যেই শুরু হচ্ছে বর্ডার গাভাসকর সিরিজ। গত দুবারই অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল।
আরও পড়ুন-স্টার্কের বদলি হিসেবে কাকে টার্গেট করছে KKR! নজরে ভারতীয় তারকা! দৌড়ে কিউয়ি পেসারও…
ভারতের দুই চ্যালেঞ্জ-
ভারতীয় দলের কাছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলের থেকেও আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত ভারতীয় দলকে খেলতে হবে পার্থ স্টেডিয়ামের অত্যন্ত গরমে। আর দ্বিতীয় আত্মবিশ্বাসের দিক থেকেও টিম ইন্ডিয়া বেশ পিছিয়ে রয়েছে সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজের হোয়াইটওয়াশ হওয়ার জেরে। ফলে মাঠের বাইরের এই দুই বিষয়ের সঙ্গেও টেক্কা দিতে হবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন-কোচের সঙ্গে সম্পর্কের অবনতি! ফ্রান্স জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত এমবাপের…
বিরাটকে স্লেজিং অজি তারকার-
এরই মধ্যে বর্ডার গাভাসকর সিরিজ শুরুর আগে স্লেজিং শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। বিরাট কোহলির সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স নিয়েই প্রশ্ন তুলে দিলেন পন্টিং। তাঁর কথা থেকেই পরিষ্কার, অন্য কোনও ক্রিকেটার হলে হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলারই সুযোগ পেতেন না এমন খারাপ পারফরমেন্সের পর, বিরাট কোহলি বলেই সুযোগ পেয়ে চলেছেন এক টানা।
পাঁচ বছরে টেস্টে মাত্র ২ শতরান বিরাটের?
রিকি পন্টিং বলছেন, ‘আমায় সেদিন একজন বলছিল, বিরাট কোহলি নাকি টেস্ট ফরম্যাটে শেষ পাঁচ বছরে দুটি শতরান করেছেন। আমি জানিনা, এটা সত্যি কিনা। যদি সত্যি হয়, তাহলে এটা খুবই চিন্তার বিষয়। অন্য কেউ গত পাঁচ বছরে দুটি টেস্ট শতরানের পর আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে খেলার হয়ত সুযোগই পেত না ’।
আরও পড়ুন-Video- অ্যাডাম জাম্পাকে জিজ্ঞাসা করে DRS নিলেন রিজওয়ান! হিরোগিরি দেখাতে গিয়ে বোকা বনলেন…
বিরাটে ভরসাও রাখছেন পন্টিং-
পন্টিং আরও যোগ করছেন, ‘তবে বিরাট কোহলিকে নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গা নেই। কারণ ও ক্রিকেটের বড় নাম। এমন ক্রিকেটারদের খারাপ সময় যেতেই পারে ’। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিরাট কোহলির গড় ছিল ৫০এর ওপর। আর সেই বিরাটই এখন গত ৩৪টি টেস্টে রান করেছেন এতটাই কম, যে গড় নেমে গেছে ৩১.৬৮এ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফ্লপ বিরাট-
প্রসঙ্গত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনটি টেস্টেই খেলেছিলেন বিরাট কোহলি, অথচ তিনি ৬টি ইনিংস মিলিয়ে ১০০ রানও করতে পারেননি। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্টে যা রান রয়েছে ১০ ইনিংসে, তাঁর থেকে বেশি রান তো একাই করেছেন লোকেশ রাহুল। তবুও তিনি রয়েছে দলের বাইরে, অথচ সুযোগ পেয়েই যাচ্ছেন কোহলি। যা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন পন্টিং।