ভারত এবং কলকাতা নাইট রাইডার্স দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং বরাবরই শিরোনামে থাকেন। কখনও তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে, আবার কখনও তাঁর ভাঙা ভাঙা ইংরেজিতে সৎ বক্তব্যের জন্য। ভারতীয় ক্রিকেটার থেকে ভক্ত, সকলেই এহেন রিঙ্কুকে বেশ পছন্দই করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতবার আইপিএল জেতেন তিনি।
স্বপ্নপূরণ হয়েছে রিঙ্কুর-
তবে যাত্রাটা মোটেই মসৃণ ছিল না এই বাঁহাতি ব্যাটারের। ছোট থেকেই অনেক দারিদ্রতা এবং প্রতিকুলতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। একটা সময় তাঁর বাবা বলেছিল ক্রিকেট ছেড়ে দিয়ে একটু সংসারের কাজে লাগতে এবং উপার্জনে মন দিতে। গতবছর আইপিএলে তাঁকে ৫৫ লাখ টাকায় দলে রেখেছিল কেকেআর, তখনই তিনি বলেছিলেন এই টাকাও তাঁর কাছে অনেক।
১৩ কোটিতে দলে রিঙ্কু-
এরপর গতবছরের নিলামে সৌদি আরবে আর রিঙ্কুকে যেতে দেয়নি কেকেআর। বিশাল টাকা ব্যয় করেই তাঁকে রিটেন করে নাইট শিবির। এরপরই রিঙ্কু সিং নিজের স্বপ্নের এক বাড়ি কিনেছিলেন। কদিন আগেই তিনি গাঁটছড়াও বেঁধেছেন সমাজবাদি পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। সেই তিনিই এবার বাবাকেও দিলেন উপহার।
বাবাকে বাইক গিফ্ট রিঙ্কুর-
রিঙ্কু সিং বরাবরই নিজের মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে গেছেন ক্রিকেটার হয়ে ওঠার পর। আর গডস প্ল্যান অনুযায়ী তিনি বাড়ি কেনার পর, এনগেজমেন্ট করার পর এবার বাবাকে গিফট করলেন এক অত্যাধুনিক বাইক। কাওয়াজাকি নিনজা বাইক তিনি উপহার দিয়েছেন বাবা খানচন্দ্র সিংকে, যে বাইকটির বাজারমূল্য প্রায় ৩.২০ লক্ষ টাকা।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
রিঙ্কু সিংয়ের বাবাকে দেখা গেল সেই বাইক চালাতেই। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নিজের বাবার সেই বাইক চালানোর ভিডিয়োতে রিঙ্কু সিংকে কমেন্ট করতে দেখা গেছে ইনস্টাগ্রামে, তিনি লিখেছেন ‘হিরো ’। স্রেফ হিরোর মতো লাগছেই তাঁর বাবাকে সেটা নয়, তিনিই যে তাঁর কাছে সত্যিকারের হিরো, সেটাও হয়ত বোঝাতে চেয়েছেন রিঙ্কু।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
সদ্য এনগেজমেন্ট করা রিঙ্কুর স্ত্রী প্রিয়া সরোজ গত এক বছর ধরেই চিনতেন একে অপরকে। দুজন একে অপরকে পছন্দ করায় দুই পরিবারই বিয়ের ব্যাপারে রাজি হয়ে যান বলে জানিয়েছেন প্রিয়া সরোজের বাবা। জানুয়ারির ২২ তারিখ থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে দেখা যাবে রিঙ্কু সিংকে। জাতীয় দলের জার্সিতে এবার কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন তিনি।