ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে নামার আগেই চাপে পড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। চোট নিয়ে দুশ্চিন্তা শুরু টিম ম্যানেজমেন্টের। ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারই সিরিজের কয়েকটা ম্যাচ থেকে ছিটকে গেলেন। এর মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটাররাও। যা নিয়ে উদ্বেগ বাড়ল নাইটদেরও।
জোড়া ধাক্কা ভারতের, চোট পেয়ে মাঠের বাইরে রিঙ্কু-নীতীশ
ভারতীয় দলের অলরাউন্ডার নীতীশ রেড্ডি টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে চোট পেয়েছিলেন। ২৪ জানুয়ারি অর্থাৎ শুক্রবার অনুশীলনের সময় সাইড স্ট্রেইন হয় তাঁর। এর জেরে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল এই তারকা অলরাউন্ডারকে। যা নিয়ে বেজায় উদ্বিগ্ন তাঁর আইপিএল দল সানরাইজার্স হায়দারাবাদ। কারণ আইপিএল বাকি হতে খুব বেশি সময়ও বাকি নেই, ওই মাস দুয়েক মতো।
সিরিজ থেকে ছিটকে গেলেন নীতীশ-
আর নীতীশ কুমার রেড্ডি তাঁদের দলের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ভারতীয় দলেরও টি২০ স্কোয়াডে সাম্প্রতিক সময় নিজের জায়গায় পারফরমেন্সের সুবাদেই নিশ্চিত করে ফেলেন দঃ ভারতীয় এই ক্রিকেটার। বর্ডার গাভাসকর ট্রফিতে গিয়েও অস্ট্রেলিয়ায় মাটিতে শতরান ছিল এই অলরাউন্ডারের। চোট ঠিক করতে তিনি এখন যাবেন এনসিএতে।
দুই ম্যাচে নেই রিঙ্কু
কলকাতা নাইট রাইডার্স দলের সেরা অস্ত্র রিঙ্কু সিং ইডেন গার্ডেন্সে প্রথম টি২০ ম্যাচে খেলতে এসে চোট পেয়েছিলেন। তাঁর লো ব্যাক স্প্যাজম অর্থাৎ কোমরে ব্যাথা এবং ফোলা ধরা পড়েছিল। এরপরই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রাখে। শুক্রবার তাঁকে ড্রেসিং রুমে ফিজিওর সঙ্গেও কথা বলতে দেখা গেছিল, অভিষেক শর্মার সঙ্গে দীর্ঘক্ষণ মাঠের বাইরেও গল্প করছিলেন। রিঙ্কু সিংকে দ্বিতীয় এবং তৃতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ফলে কলকাতা নাইট রাইডার্সেরও চিন্তা বেড়ে গেল, দলের তারকার চোট নিয়ে।
দলে এলেন শিবম দুবে, রমনদীপ সিং-
এদিকে ভারতীয় দলের দুই ক্রিকেটারের বাদ পড়ার সঙ্গে সঙ্গেই দুই পরিবর্তন ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল বিসিসিআই। মুম্বইয়ের হয়ে আজই রঞ্জি ট্রফির ম্যাচ খেলা শিবম দুবে সরাসরি যোগ দিতে চলেছেন ভারতীয় দলে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সে খেলা অলরাউন্ডার রমনদীপ সিং, যিনি দঃ আফ্রিকা সিরিজে অভিষেক করেছিলেন। তাঁকেও স্কোয়াডে ডাকা হয়েছে।