আইপিএল ২০২৪ খুব একটা ভালো যায়নি রিঙ্কু সিংয়ের। কলকাতা নাইট রাইডার্স দল ফাইনালে উঠলেও এখনও তেমনভাগে নিজেকে মেলে ধরতে পারেননি উত্তর প্রদেশের ছেলে। গতবার যেমন নজর কেড়েছিল, সেই তুলনায় এবার একদমই নিষ্প্রভ রয়েছেন রিঙ্কু। গতবার যেখানে আইপিএলে করেছিলেন ৪৭৪ রান, সেখানে এবারে মাত্র করেছেন ১৬৮ রান। অবশ্য এক্ষেত্রে তাঁর পারফরমেন্স খারাপ সেটাই একমাত্র কারণ নয়, তিনি সুযোগও তেমন পাননি। শুরুর দিকে অধিকাংশ ম্যাচেই তাঁকে নামতে হয়েছিল ব্যাটিং অর্ডারে অনেক পিছনের দিকে। ফলে নিজেকে চেনানোর সেই সুযোগটাই এবারে আর পাননি নাইট রাইডার্সের এই মারকুটে ব্যাটার। টি২০ বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন। এরই মধ্যে এক সাক্ষাৎকারে রিঙ্কু কিন্তু বললেন বেশ ইতিবাচক কথা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সময় কি খারা যাচ্ছে তাঁর? এর পাল্টা রিঙ্কু বলছেন, যাদের হাত পা থাকেনা , তাঁদের সময় খারাপ হয়। তাঁর তো সবই আছে।
আরও পড়ুন-শাহরুখ, গম্ভীর নয়, নাইট ড্রেসিং রুমে দাদা হিসেবে ভোকাল টনিক পাণ্ডেজির
এমনিতে রিঙ্কুর সাক্ষাৎকার দেখতে খুবই ভালোবাসেন ক্রিকেটপ্রেমীরা। কারণ মন খুলে কথা বলেন নাইটেদর এই বাঁহাতি ব্যাটার। কথায় থাকে একটা সহজ সরল ভাবে। সেই রিঙ্কুই বলছেন, ‘ যবে থেকে ক্রিকেট খেলছি, জুনিয়র লেভেলে অনেক ট্রফি জিতেছি, কিন্তু সিনিয়র পর্যায় এখনও জিতিনি। বিশ্বকাপে যাচ্ছি, তাই ইচ্ছা থাকবে বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার। আমি আশা করছি ভারত জিতবে, আমার স্বপ্ন দেশের জন্য বড় ট্রফি জেতা এবং নিজের হাতে সেই ট্রফি তুলে ধরা’।
আইপিএল ২০২৪ খুব একটা ভালো যায়নি রিঙ্কু সিংয়ের। কলকাতা নাইট রাইডার্স দল ফাইনালে উঠলেও এখনও তেমনভাগে নিজেকে মেলে ধরতে পারেননি উত্তর প্রদেশের ছেলে। গতবার যেমন নজর কেড়েছিল, সেই তুলনায় এবার একদমই নিষ্প্রভ রয়েছেন রিঙ্কু। গতবার যেখানে আইপিএলে করেছিলেন ৪৭৪ রান, সেখানে এবারে মাত্র করেছেন ১৬৮ রান। অবশ্য এক্ষেত্রে তাঁর পারফরমেন্স খারাপ সেটাই একমাত্র কারণ নয়, তিনি সুযোগও তেমন পাননি। শুরুর দিকে অধিকাংশ ম্যাচেই তাঁকে নামতে হয়েছিল ব্যাটিং অর্ডারে অনেক পিছনের দিকে। ফলে নিজেকে চেনানোর সেই সুযোগটাই এবারে আর পাননি নাইট রাইডার্সের এই মারকুটে ব্যাটার। টি২০ বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন। এরই মধ্যে এক সাক্ষাৎকারে রিঙ্কু কিন্তু বললেন বেশ ইতিবাচক কথা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সময় কি খারা যাচ্ছে তাঁর? এর পাল্টা রিঙ্কু বলছেন, যাদের হাত পা থাকেনা , তাঁদের সময় খারাপ হয়। তাঁর তো সবই আছে।
আরও পড়ুন-শাহরুখ, গম্ভীর নয়, নাইট ড্রেসিং রুমে দাদা হিসেবে ভোকাল টনিক পাণ্ডেজির
এমনিতে রিঙ্কুর সাক্ষাৎকার দেখতে খুবই ভালোবাসেন ক্রিকেটপ্রেমীরা। কারণ মন খুলে কথা বলেন নাইটেদর এই বাঁহাতি ব্যাটার। কথায় থাকে একটা সহজ সরল ভাবে। সেই রিঙ্কুই বলছেন, ‘ যবে থেকে ক্রিকেট খেলছি, জুনিয়র লেভেলে অনেক ট্রফি জিতেছি, কিন্তু সিনিয়র পর্যায় এখনও জিতিনি। বিশ্বকাপে যাচ্ছি, তাই ইচ্ছা থাকবে বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার। আমি আশা করছি ভারত জিতবে, আমার স্বপ্ন দেশের জন্য বড় ট্রফি জেতা এবং নিজের হাতে সেই ট্রফি তুলে ধরা’। |#+|
আরও পড়ুন-তর্ক টিপ্পনী এখন অতীত, বিরাটে মজে সুনীল গাভাসকর, বলছেন RCB ফেভারিট
জাতীয় দলের হয়ে গতবছর থেকে ১১ ম্যাচে ৩৫৬ রান করেছিলেন রিঙ্কু সিং। কিন্তু নির্বাচকরা অলরাউন্ডারদের সুযোগ দিতে গিয়ে তাঁকেই স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছেন, মন খারাপ হলেও উত্তর প্রদেশের ছেলে কিন্তু প্রমাণ দিয়েছেন শক্ত মনের। রিঙ্কু বলছেন, ‘খারাপ সময় তো তাঁদের হয় যাদের হাত পা থাকে না, আমার তো আছে। তাই আমার সময় খারাপ যাচ্ছে না। আমি প্রথম প্রথম ভাবতাম পরের ম্যাচে সুযোগ পাব কিনা। কিন্তু নিজেকে বলতাম, সুযোগ পেলেই ভালো খেলব, কঠোর পরিশ্রমও করতাম। গুজরাট ম্যাচের পাঁচটা ছয়ই আমার জীবন বদলে দেয়, সকলে আমায় চিনতে শুরু করে। বিভিন্ন বিজ্ঞাপনে সুযোগ পেতে শুরু করি। যখন হোর্ডিংয়ে নিজের ছবি দেখি, বা কেউ আমার নাম ধরে উচ্ছাস দেখায়, তখন মনে হয় জীবনে সত্যি হয়ত আমি কিছু করতে পেরেছি। ভগবান সব সময় ভালো কিছু প্ল্যান তৈরি রাখে, সেটাই হয়েছে’ ।
মজা করে রিঙ্কু বলছেন, তাঁর নাম আদৌ রিঙ্কু কিনা সেই নিয়েও নাকি অনেকে প্রশ্ন করত, কারণ এটা মহিলাদের নাম হয়। সঙ্গে আরও মজাদার তথ্য ফাঁস করেছেন নাইট ব্যাটার। তিনি নাকি সম্প্রতি 12th Fail সিনেমা দেখে কেঁদে ফেলেছিলেন। গরিব ঘর থেকে উঠে আসা মনোজের গল্প তাঁকে মোটিভেট করে, বলছেন রিঙ্কু। একইসঙ্গে জানাচ্ছেন, ফিনিশারের কাজ খুব কঠিন। তবে মাথা ঠান্ডা এবং চাপহীন থাকলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।