দলীপ ট্রফির প্রথম রাউন্ডের চারটি স্কোয়াডের কোনওটিতেই জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। রুতুরাজ-শ্রেয়সরা যখন দলীপ ট্রফিতে ব্যস্ত, রিঙ্কু উত্তরপ্রদেশ টি-২০ লিগে নেতৃত্ব দিচ্ছিলেন মীরাট মাভেরিকসকে। এবার বাংলাদেশ সিরিজের জন্য প্রথম সারির তারকারা ভারতের টেস্ট স্কোয়াডে যোগ দিচ্ছেন। ফলে দলীপের স্কোয়াডগুলিতে বেশ কিছু রদবদল করতে হবে জাতীয় নির্বাচকদের।
এমন পরিস্থিতিতে রিঙ্কু সিংকে দলীপের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামতে দেখা যাবে বলে খবর। রিঙ্কু সিংকে ইন্ডিয়া-বি টিমে জায়গা করে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। যার অর্থ, অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে দলীপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন রিঙ্কু।
ইন্ডিয়া-বি টিম থেকে ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন যশস্বী জসওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্ত ও যশ দয়াল। রিঙ্কু ছাড়াও দলীপের দ্বিতীয় রাউন্ডের জন্য বি-দলে ঢুকছেন হিমাংশু মন্ত্রী ও সুয়াশ প্রভুদেশাই, এমনটাই খবর।
অন্যদিকে ইন্ডিয়া-এ দল থেকে ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন শুভমন গিল, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, কুলদীপ যাদব ও আকাশ দীপ। গিলের অনুপস্থিতিতে দলীপের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া-এ টিমকে নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল। অক্ষয় নারাং, শেক রশিদ, শামস মুলানিরা ইন্ডিয়া-এ টিমে ঢুকছেন বলে খবর। দলীপের প্রথম রাউন্ডের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন প্রসিধ কৃষ্ণা। তবে তিনি দ্বিতীয় রাউন্ডে এ-টিমের হয়ে মাঠে নামতে চলেছেন।
দলীপের দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া-এ টিমের স্কোয়াডে থাকতে পারেন মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), রিয়ান পরাগ, অক্ষয় নারাং, শেক রশিদ, তিলক বর্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, শামস মুলানি, প্রসিধ কৃষ্ণা, খলিল আহমেদ, আবেশ খানরা।
ইন্ডিয়া-বি টিমের স্কোয়াডে থাকতে পারেন অভিমন্যু ঈশ্বরন (ক্যপ্টেন), রিঙ্কু সিং, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাই কিশোর, মুশির খান, নীতীশ রেড্ডি, সুয়াশ প্রভুদেশাই, রাহুল চাহার, নারায়ণ জদগীশান, হিমাংশু মন্ত্রীরা।
দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ২টি ম্যাচ শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। এই ২টি ম্যাচই খেলা হবে অনন্তপুরে। ইন্ডিয়া-এ বনাম ইন্ডিয়া-ডি দলের ম্যাচটি খেলা হবে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম এ-তে। ইন্ডিয়া-বি বনাম ইন্ডিয়া-সি দলের ম্যাচটি খেলা হবে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বি-তে।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা?
দলীপ ট্রফির তৃতীয় রাউন্ডের ২টি ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এই ২টি ম্যাচও খেলা হবে অনন্তপুরে। ইন্ডিয়া-বি বনাম ইন্ডিয়া-ডি দলের ম্যাচটি খেলা হবে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বি-তে। ইন্ডিয়া-এ বনাম ইন্ডিয়া-সি দলের ম্যাচটি খেলা হবে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম এ-তে।