বৃষ্টিতে ম্যাচ ছোট হয়ে দাঁড়ানোয় ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং। তবে তাই বলে ম্যাচে নিজের প্রভাব রাখা থেকে আটকানো গেল না কেকেআর তারকাকে। বল হাতে এমন কাণ্ড ঘটালেন, জেতা ম্যাচ হারতে হল প্রতিপক্ষ দলকে। বুধবার চলতি উত্তরপ্রদেশ টি-২০ লিগে মাত্র ১ ওভার বল করেই মীরাট মাভেরিকসকে জেতালেন রিঙ্কু সিং।
একানা স্টেডিয়ামে লিগের ২০তম ম্যাচে সম্মুখসমরে নামে রিঙ্কুর মীরাট ও সমীর রিজভির নেতৃত্বাধীন কানপুর সুপারস্টার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মীরাট। ম্য়াচ শুরুর পরে বৃষ্টি নামায় কাঁচি চালানো হয় ওভার সংখ্যায়। ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৯ ওভার প্রতি ইনিংসে।
মীরাট নির্ধারিত ৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯০ রান সংগ্রহ করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন মাধব কৌশিক। তিনি ২৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও চারটি ছক্কা। ১৪ বলে ১১ রান করেন অক্ষয় দুবে। তিনি ১টি ছক্কা মারেন।
১০ বলে ১৮ রান করেন ঋতুরাজ শর্মা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি স্বস্তিক চিকারা। ক্যাপ্টেন রিঙ্কু সিং ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।
কানপুরের হয়ে শুভম মিশ্র ২ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে ১টি উইকেট নেন বিনীত পানওয়ার। মুকেশ কুমার ১ ওভারে ৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে পালটা ব্যাট করতে নামা কানপুরের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৬ রানের। তারা একসময় ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান তুলে ফেলে। সুতরাং, কানপুর যথাযথভাবে রান তাড়া করছিল।
আরও পড়ুন:- ২০২৪-এ ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি আয়কর দিয়েছেন কোহলি, সেরা ৫-এ রয়েছেন কারা?
এক ওভারেই কামাল রিঙ্কুর
ষষ্ঠ ওভারে বল করতে আসেন রিঙ্কু সিং। প্রথম বলেই চার মারেন শৌর্য সিং। দ্বিতীয় বলে রিঙ্কু আউট করেন তাঁকে। তৃতীয় বলে ১ রান নেন ইনজামাম হুসেন। চতুর্থ বলে কোনও রান হয়নি। পঞ্চম বলে রিঙ্কু সাজঘরে ফেরান আদর্শ সিংকে। তার পরেই রিঙ্কুর একটি ওয়াইড বলে দৌড়ে প্রান্ত বদল করেন দুই ব্যাটার। ষষ্ঠ বলে রিঙ্কু আউট করেন সুধাংশু শঙ্করকে। অর্থাৎ, সেই ওভারে রিঙ্কু ৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। কানপুর ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।
এক ওভারে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে ওঠা সম্ভব হয়নি কানপুরের পক্ষে। তারা ৭.৪ ওভারে ৮৩ রানে অল-আউট হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২২ রানে ম্যাচ জেতে মীরাট মাভেরিকস। কানপুরের অঙ্কুর মালিক ৩৩ ও সমীর রিজভি ২১ রান করেন।