বিজয় হাজারে ট্রফিতে ক্যাপ্টেন্সি করতে নেমে এখনও দলের মসিহা হয়ে উঠতে পারলেন না রিঙ্কু সিং। টুর্নামেন্টের তিন ম্যাচে উত্তরপ্রদেশের পারফর্ম্যান্সকে চমকপ্রদ বলা যাবে না মোটেও।
রিঙ্কু সিংয়ের নেতৃত্বে চলতি বিজয় হাজারে ট্রফির ৩ ম্যাচে মাঠে নেমে মাত্র ১টিতে জিতেছে উত্তরপ্রদেশ। দুর্বল মিজোরামকে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি তাদের। তার আগে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। বৃহস্পতিবার ইউপির লড়াই ছিল তামিলনাড়ুর বিরুদ্ধে। সাই কিশোরদের বাগে পেয়েও হারাতে ব্যর্থ হয় উত্তরপ্রদেশ। বদলে নিজেরাই হেরে ভূত হন রিঙ্কুরা।
বিশাখাপত্তনমে ডি-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে তামিলনাড়ু। তারা একসময় মাত্র ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তামিলনাড়ু বৃষ্টির জন্য ৪৭ ওভারে কমে দাঁড়ানো ইনিংসে তোলে ৫ উইকেটে ২৮৪ রান।
ঝোড়ো শতরান শাহরুখ খানের
মহম্মদ আলিকে সঙ্গে নিয়ে শাহরুখ খান তামিলনাড়ুকে লড়াইয়ের রসদ এনে দেন। শাহরুখ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকে যান ৭১ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৪টি ছক্কার। শেষমেশ ৮৫ বলে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন শাহরুখ। তিনি মোট ১৩টি চার ও ৭টি ছক্কা মারেন।
মহম্মদ আলি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। খাতা খুলতে পারেননি নারায়ণ জগদীশান ও প্রদোষ রঞ্জন পাল। তুষার রাহেজা ১৫, বাবা ইন্দ্রজিৎ ২৭ ও বিজয় শঙ্কর ১৬ রান করে আউট হন।
উত্তরপ্রদেশের হয়ে ৬৭ রানে ২ উইকেট দখল করেন যশ দয়াল। ১টি করে উইকেট নেন আকিব খান, সৌরভ কুমার ও বিপরাজ নিগম। ১০ ওভারে ৬১ রান খরচ করেও উইকেট পাননি শিবম মাভি।
ব্যর্থ হয় রিঙ্কু সিংয়ের হাফ-সেঞ্চুরি
পালটা ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৩২.৫ ওভারে ১৭০ রানে অল-আউট হয়ে যায়। ১১৪ রানের ব্যবধানে ম্যাচ জেতে তামিলনাড়ু। ইউপির হয়ে ব্যাট হাতে লড়াই চালান প্রিয়ম গর্গ ও ক্যাপ্টেন রিঙ্কু সিং। প্রিয়ম ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন রিঙ্কু। নীতীশ রানা ২৮ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
তামিলনাড়ুর হয়ে ৩৬ রানে ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১৪ রানে ২টি উইকেট নেন বিজয় শঙ্কর। ৩৩ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন সন্দীপ ওয়ারিয়র। ৪২ রানে ১টি উইকেট নেন ক্যাপ্টেন সাই কিশোর। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন শাহরুখ খান।