চেন্নাই টেস্টে লড়ছে ভারতীয় দল। টপ অর্ডারে যশস্বী জয়ওসাল ছাড়া বাকিরা ফ্লপ। এরপর মিডল অর্ডারে নেমে ঋষভ পন্ত কিছুটা পরিস্থিতিত সামাল দেন। কিন্তু তিনি আউট হতেই ফের সমস্যা বাড়ে, লোকেশ রাহুলও বড় রান পাননি। যশস্বী অবশ্য ইংল্যান্ড সিরিজের চেনা ফর্মই বজায় রেখেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। তিনি অর্ধশতরান করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে আসেন। এরই মধ্যে চেন্নাই টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়ালেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্য়াটার লিটন দাস এবং ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। ইচ্ছাকৃতভাবে তাঁর দিকে বল ছোঁড়া হয়েছে বলে দাবি করে লিটন দাসের ওপর বিরক্তি প্রকাশ করেন ভারতের উইকেটরক্ষক। লিটনও পাল্টা কিছু বলেন, যা নিয়ে মাঠে উত্তাপ ছড়ায়।
ম্যাচের প্রথম সেশানে ভারতীয় দলের পরপর উইকেট হারানোতেই কার্যত চিন্তায় পড়ে যায় সমর্থকরা। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট-রোহিতের মাত্র ৬ রান করে তোলা, আর শুভমন গিলের ০ রানে আউট হওয়াই চেন্নাই টেস্টের প্রথম সেশানে ব্যাপক নাটকীয়তা তৈরি করে। কারণ সেই সময় ভারতকে লড়তে হচ্ছিল দুই তরুণ প্রতিনিধির কাঁধে ভর দিয়ে, তাঁরা হলেন ঋষভ পন্ত এবং যশস্বী জয়সওয়াল। এই আবহেই লিটনের সঙ্গে ঋষভের বাক্যবিনিময় নতুন মাত্রা যোগ করে নাটকে।
আরও পড়ুন-ব্যাডমিন্টনে বিশ্বের ৭ নম্বরকে হারিয়ে চমক মালভিকার! পরাস্ত অলিম্পিক্স পদকজয়ী টুংজুং…
সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঋষভ পন্তের সেই ভিডিয়ো। সেখানে তিনি লিটন দাসকে উদ্দেশ্য করে বলছেন, ‘মুঝে কিউ মার রাহে হো, (অর্থাৎ আমায় কেন মারছো)’। লিটনকেও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়, কারণ পন্তের পায়ে বল গেলে ডিফ্লেক্ট হওয়ার পরেও যশস্বী এবং পন্ত একটি রান নিয়েছিেন। যদিও বিষয়টি সেখানেই থেমে যায়। পন্ত এরপর ৫২ বলে ৩৯ রান করে আউট হয়ে যান। তিনি নিজের ইনিংসে মারেন ৬টি চার। যশস্বী জয়সওয়ালও আউট হন ব্যক্তিগত ৫৬ রানে, তিনি মারেন ৯টি চার।
আরও পড়ুন-আনোয়ার আলি মামলায় সব নির্দেশ প্রত্যাহার PSC-র! কোন ক্লাবে রইলেন তিনি! তৈরি হল ধোঁয়াশা…
বাংলাদেশের পেসার হাসান মাহমুদ চা পানের বিরতির আগেই তুলে নেন চারটি উইকেট। তাঁর শিকারের তালিকায় রয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্ত। ১৪৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন ভারতের দুই বর্ষিয়াণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের ব্যাটে ভর দিয়েই ভারত ভদ্রস্থ স্কোরের দিয়ে এগিয়ে যায়।