ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত এবার টপকে গেলেন বিরাট কোহলিকে। এখন তিনিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে দামি খেলোয়াড়। লখনউ সুপার জায়ান্টের তরফে রেকর্ড অর্থ পাওয়ার পর এখন বিরাটকে টপকে গেলেন পন্ত। শুধু তাই নয়, পঞ্জাব কিংসের ক্রিকেটার শ্রেয়স আইয়ারও এখন রোহিত শর্মার থেকে বেশি দামি ক্রিকেটার, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি না থাকা সত্ত্বেও। তালিকায় তৃতীয় স্থানে শ্রেয়স।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
২৭ কোটিতে পন্ত এলএসজিতে-
রবিবার আইপিএলের নিলামে মার্কি সেটের প্রথম সেটেই ছিলেন ঋষভ পন্ত। সৌদি আরবের জেদ্দাহতে তাঁকে বিশাল ২৭ কোটি টাকায় সই করায় লখনউ সুপার জায়ান্ট। আইপিএলের ইতিহাসে পন্তই এখন সবচেয়ে দামি ক্রিকেটার। গতবারের আইপিএলে মিচেল স্টার্কের ২৪.৭৫ কোটি টাকার রেকর্ডকে ভেঙে দেন তিনি। শ্রেয়সকেও এবারে টপকে যান তিনি।
পন্তের বার্ষিক আয় ৩০ কোটি-
ঋষভ পন্ত বিসিসিআইয়ের বি ক্যাটেগরিতে পড়েন কেন্দ্রীয় চুক্তির। সেখানে তিনি বার্ষিক ৩ কোটি টাকা পান। ফলে সব মিলিয়ে পন্তের এখন বার্ষিক আয় ৩০ কোটি টাকা স্রেফ ক্রিকেট খেলেই। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে খেলার মধ্যে না থাকায় পন্তকে বি ক্যাটেগরিতে পাঠানো হয়েছিল, কারণ সেই সময় ও সুস্থ হচ্ছিল। জাতীয় দলে খেলছিল না। তবে মার্চ মাসে নতুন লিস্ট আসলেই তিন ফরম্যাটে খেলা পন্তকে এ ক্যাটাগরিতেই কেন্দ্রীয় চুক্তিতে দেখা যেতে পারে।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
বিরাটকে পিছনে ফেলেছেন পন্ত-
ঋষভ পন্ত বলে বিরাট কোহলিকে সব থেকে দামি ভারতীয় ক্রিকেটারদের তালিকায় পিছনে ফেলে দিলেন। কারণ কোহলির বার্ষিক আয় ক্রিকেট থেকে ২৮ কোটি টাকা। তাঁদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২১ কোটি টাকায় রিটেন করেছিল আইপিএল ২০২৫ নিলামের আগে, আর বিসিসিআইয়ের এ প্লাস লিস্টে থাকার কারণে তিনি বার্ষিক ৭ কোটি টাকা পান।
রোহিতকে টপকে গেলেন শ্রেয়স-
এদিকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার। কয়েক মাস আগেই শ্রেয়স আইয়ার এবং ইশান কিষানকে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই, কারণ তাঁরা বোর্ডের নিয়ম অমান্য করে ডোমেস্টিক ক্রিকেটে অংশ নেননি।
যদিও আইপিএলের নিলামে দেখা গেছে, জসপ্রীত বুমরাহ এবং রোহিত শর্মা দুই ক্রিকেটারকেই সব থেকে দামি ভারতীয় ক্রিকেটারদের তালিকায় পিছনে ফেলে দিয়েছেন আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁকে পঞ্জাব আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ২৬.৭৫ কোটি টাকায় দলে নেয়।
বুমরাহ এবং জাদেজা দুই ক্রিকেটারই বোর্ডের গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন, দুজনের মোট আয় ২৫ কোটি টাকা। দুই ক্রিকেটারকেই তাঁদের আইপিএল দল ১৮ কোটি টাকায় রিটেন করে। হার্দিক এই তালিকায় রয়েছে এদের পরেই। তাঁকে ১৬.৩৫কোটি টাকায় রিটেন করেন মুম্বই, এদিকে রোহিত শর্মাকে ১৬.৩০ কোটিতে রিটেন করে মুম্বই। হার্দিক বিসিসিআইয়ের গ্রেড এতে রয়েছে, সেখানে রোহিত আছেন বোর্ডের গ্রেড এ প্লাস ক্যাটাগরিতে।