শুভব্রত মুখার্জি:- চলতি মরশুম থেকেই শুরু হতে চলেছে দিল্লি প্রিমিয়র লিগ। দিল্লি ক্রিকেট বোর্ডের তরফে আইপিএলের ধাঁচে দিল্লির ক্রিকেটারদের নিয়ে এই নয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ভাবনা চিন্তা করা হয়েছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই সিএবিল তরফে ও চালু হয়েছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। যেখানে বাংলার পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল। দিল্লি প্রিমিয়র লিগ ও এই ধাঁচেই শুরু হতে চলেছে।লিগের প্রথম বর্ষে ঋষভ পন্ত,নভদীপ সাইনি,হর্ষিণ রানার মতন তারকাদের খেলতে দেখা যাবেই বলে জানানো হয়েছে ডিডিসিএর তরফে। ডিডিসিএর প্রধান এবং এই লিগের প্রেসিডেন্ট রোহন জেটলির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দিল্লির অরুন জেটলি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই খেলা হবে সবকটি ম্যাচ। পুরুষ এবং মহিলা বিভাগের ম্যাচগুলোর সূচি কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে। কয়েকদিন আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর নিলাম হয়ে গিয়েছে। ছটি ফ্র্যাঞ্চাইজি প্রথম বছরে খেলবে। ৪৯.৬৫ কোটি টাকা খরচ করে এই ফ্র্যাঞ্চাইজিগুলো কেনা হয়েছে। সম্প্রতি ট্রফি উন্মোচন হয়ে গিয়েছে দিল্লি প্রিমিয়র লিগের। এই ট্রফি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিসিএর প্রধান রোহন জেটলি। তিনি জানিয়েছেন ' ডিপিএলের প্রথম বছরে ঋষভ পন্ত,হর্ষিত রানা, নভদীপ সাইনি এবং অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও অংশ নেবেন। আমার সঙ্গে ঋষভ পন্তের ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ও আমাকে এই লিগে প্রথম বছরে খেলার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তবে হ্যাঁ জাতীয় দলের হয়ে যেহেতু ও খেলে তাই ওই সময়ে যদি জাতীয় দলের কোন খেলা না থাকে এবং ও যদি ফাঁকা থাকে তবেই ও খেলবে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যা পরিস্থিতি ও খেলছে। এছাড়াও হর্ষিত এবং নভদীপও খেলবে।'
প্রথম বছরে প্লেয়ার্স ড্রাফটে রয়েছেকবিঔন ২৭০ জন ক্রিকেটার। জাতীয় দল, অনূর্ধ্ব ২৩ এবং অনূর্ধ্ব ১৯ পর্যায়ের ক্রিকেটাররা রয়েছেন এই প্লেয়ার্স ড্রাফটে। এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগকে। বীরেন্দ্র সেহওয়াগের মতে দিল্লির যে সমস্ত ক্রিকেটার জাতীয় দল বা আইপিএলে এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি তাদের কাছে নিজেদের স্কিল প্রদর্শনের দারুন একটা মঞ্চ হতে চলেছে আসন্ন দিল্লি প্রিমিয়র লিগ।
ডিপিএলের প্রথম বছরে খেলা হবে ৪০ টি ম্যাচ। যার মধ্যে ৩৩ টি ম্যাচ হবে পুরুষ বিভাগে এবং সাতটি ম্যাচ হবে মেয়েদের বিভাগে। রয়েছে ছটি ফ্র্যাঞ্চাইজি। এরা হলেন - ওয়েস্ট দিল্লি লায়ন্স,নর্থ দিল্লি স্ট্রাইকার্স,সাউথ দিল্লি সুপারস্টার্স,পুরানি দিল্লি-৬,দিল্লি কিংস এবং ইস্ট দিল্লি রাইডার্স। ডিপিএলের সবকটি ম্যাচ জিও সিনেমা এবং স্পোর্টস ১৮'তে দেখানো হবে।