সোবারই লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। দিল্লি ক্যাপিটালসের পর দ্বিতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার। বিশাল ২৭ কোটি টাকায় তাঁকে আইপিএলের নিলাম টেবিলে সৌদি আরবে, দলে নিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। আর অধিনায়ক হয়েই দিলেন এমএস ধোনির কথাকে গুরুত্ব।
দুর্ঘটনার পর ২০২৪এ কামব্যাক
দুর্ঘটনার পর চোট কাটিয়ে ২০২৪ আইপিএলে ফিরেই ব্যাট হাতে নজর কেড়েছিলেন দিল্লি ক্যাপিটালসে তখন খেলা এই ক্রিকেটার। জাতীয় দলের হয়ে গত আইপিএলের পরই জিতেছিলেন টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জয়ের অন্যতম নেপথ্য কারিগরই ছিলেন পন্ত, ব্যাট হাতে বড় রান না পেলেও তাঁর মাঠের মধ্যে কারসাজি ভারতকে ট্রফি জিততে সাহায্য করেছিল।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর পন্ত-
এনরিখ ক্লাসেন যখন ব্যাটিং করছিলেন, তখন পন্ত নিজের হাঁটুতে লাগানো ব্যান্ডেজ দেখিয়ে মাঠে শুয়ে পড়়েছিলেন। তাতে সময় নষ্ট হতেই তাল কাটে সাউথ আফ্রিকানদের ছন্দ। এরপরই শট খেলতে গিয়ে উইকেটের পিছনে ধরা দেন ভয়ঙ্কর হয়ে ওঠা ক্লাসেন। বড় উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতও খেলায় ফেরে এবং ট্রফি জিতে নেয়। পন্তের এই স্ট্র্যাটেজি বেশ পছন্দ হয়েছিল লখনউ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। এরপরই তাঁকে দলে নেওয়ার জন্য পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
ধোনি-রোহিতের পাশে থাকবেন পন্ত-
ভারতীয় দলের সর্বকালে সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। আইসিসির তিনটি ট্রফি থেকে পাঁচটি আইপিএল সবই তিনি জিতেছেন। এরপর রোহিত শর্মাও একটি বিশ্বকাপ জিতেছেন টি২০তে। আরেকটি বিশ্বকাপের ফাইনালে তুলেছেন দলকে, এছাড়াও রয়েছে পাঁচটি আইপিএলের শিরোপা। সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়ক ঘোষণার সময়ই বলেছিলেন একদিন রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গেই নাম থাকবে সেরা অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের।
ধোনির কথা মেনে চলতে চান পন্ত-
দলের কর্ণধারের তরফ থেকে এমন প্রশংসা শুনে আপ্লুত হয়ে যান ঋষভ পন্ত। এক সময়ের সতীর্থ, তথা অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনির বিষয় বলতে গিয়ে পন্ত জানান, ‘মাহি ভাইয়ের কথাগুলো খুবই জনপ্রিয়। একদা এমএস ধোনি বলেছিলেন, প্রসেসের ওপর জোর দাও, তাহলেই দেখবে একদিন প্রসেস তোমার খেয়াল রাখবে, ফলাফল আসবে। আমি সেটাই মনের মধ্যে রাখব ’।