ভারতীয় দলের হয়ে টেস্টে সিরিজে প্রত্যাবর্তন করেই নজর কেড়েছেন ঋষভ পন্ত। টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার নিজের গাড়ি দুর্ঘনটার দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাজিক দেখিয়েছেন। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও চ্যাম্পিনয়স লাক কাজে লাগিয়ে তিনি জিতেছেন টি২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কয়েকটা ইনিংসে ভালো পারফরমেন্সও ছিল তাঁর।
আরও পড়ুন-‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের…
টেস্টে জাতীয় দলের জার্সিতে ফিরেই পন্ত বুঝিয়ে দিয়েছেন, সব ফরম্যাটেই তিনি আগের মতো দলের অপরিহার্য অঙ্গ। বাংলাদেশ সিরিজে শতরানের পর টি২০তে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই বাকিদের মতোই ছুটি কাটাচ্ছেন উত্তরাখণ্ড থেকে উঠে আসা এই ক্রিকেটার। এরই মধ্যে পন্ত ব্যস্ত রইলেন অন্য এক ম্যাচে খেলতে।
এবার গলি ক্রিকেট খেলতে দেখা গেল ঋষভ পন্তকে। সেই ভিডিয়ো ভাইরালও হয়ে গেল মূহূর্তের মধ্যেই। কারণ পন্ত এমন এমন নিয়মের কথা আরেক সতীর্থ ক্রিকেটারকে বললেন, যা দেখে মানুষের মনে পরে যেতে বাধ্য ছোটবেলার কথা। সঙ্গে বললেন, ‘আমি ব্যাটার,তাই আমার কাজ ব্যাট করে বাড়ি চলে যাওয়া ’।। একঝলকে দেখে নেওয়া যাক মজাদার সেই ভিডিয়ো।
আরও পড়ুন-ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে…
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি ঘর থেকে বেরিয়ে আসছে ঋষভ পন্ত। সঙ্গে রয়েছে তাঁর সতীর্থ ক্রিকেটার। তাঁকে পন্ত বুঝিয়ে দিলেন গলি ক্রিকেট খেলার নিয়ম। যেমন বল যদি সরাসরি দেওয়ালে লাগে তাহলে সেই ব্যাটার আউট। আবার তিন বল যদি পরপর বিট খায় তাহলেও তিনি আউট হয়ে যাবেন। এমন মজাদার নিয়ম দেখে, ক্রিকেটপ্রেমীরাও অনেক কমেন্ট করেছেন। তাঁরাও যেন ফিরে যাচ্ছিলেন নিজেদের ছেলেবায়।
আরও পড়ুন-প্রথম ইনিংসে ৫৫৬ করেও ইনিংস ও ৪৭ রানে হার! নিজেদের পুরনো লজ্জার রেকর্ড ভাঙল পাকিস্তান দল…
প্রসঙ্গত নিউজিল্যান্ড সিরিজেই ফের একবার ঋষভ পন্তকে খেলতে দেখা যাবে। এক সপ্তাহ পরই কিউয়িদের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। তবে আরও বড় বিষয় হল, বর্ডার গাভাসকর সিরিজে তাঁকে প্রয়োজন দলের। কারণ বিপক্ষের মাটিতে অজিদের ডেরায় গিয়ে অতীতে দাদাগির দেখানোর নজির রয়েছে পন্তের। আর টেস্টে রোহিত, বিরাটের অফ ফর্মের সময় পন্তের রানের মধ্যে থাকাটাও যথেষ্ট জরুরি।