অ্যাডিলেড টেস্টে চাপের মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ভারতীয় দল শেষ হয়ে গেছিল ১৮০ রানে, পাল্টা অস্ট্রেলিয়া দলের ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে বড় লিড নেয় অজিরা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছে ভারতীয় দল। বাস্তবিক পরিস্থিতি দেখলে এই ম্যাচ বের করা বেশ কঠিন কাজ।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
অবশ্য ঋষভ পন্ত অতীতে বহুবারই এমন কাজ করে দেখিয়েছেন, যা বেশ কঠিন ছিল। তাই মিরাকেলের মতোই পন্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা টিম ম্যানেজমেন্ট। তিনি যদি ধামাকা কিছু করে দেখাতে পারেন। বর্তমানে তিনি অপরাজিত রয়েছেন ২৫ বলে ২৮ রান করে। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১২৮। অপর এন্ডে রয়েছেন নীতীশ রেড্ডি। হিসেব মতো এটাই ভারতের শেষ ব্যাটিং জুটি।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
নীতীশ রেড্ডিকে সঙ্গে নিয়েই পন্ত অবশ্য নিজের সিগনেচার স্টাইলের সব বড় শট খেলে গেছেন, যেগুলো ক্রিকেটের বইতে হয়ত খুুব একটা সুন্দর শট হিসেবে গণ্য হবে না। তাতে কি, ২৮ রানের ইনিংসে এতক্ষণে মেরে ফেলেছেন পাঁচটি বাউন্ডারি। যেমন ১৪.২ ওভারে নিজের ইনিংস তিনি শুরুই করেন বাউন্ডারি দিয়ে। স্কট বোল্যান্ডের মাথার ওপর থেকে মিড অফে বাউন্ডারি মারেন তিনি।
এরপর ১৬.৩ ওভারে আবারও একটা অদ্ভূত শট মারেন ঋষভ পন্ত। সেই শটে কেউ কেউ খুঁজে পাচ্ছেন এবি ডিভিলিয়ার্স, কেভিন পিটারসন, সূর্যকুমার যাদবকে। যদিও প্রকৃত পন্তপ্রেমীরা কিন্তু বলছেন, এই শট তাঁদের প্রিয় ক্রিকেটারের নিজস্ব। অবশ্য সচরাচর ক্রিকেটে এমন রিভার্স সুইপ বাউন্ডারি দেখতে পাওয়া যায়না, সা স্লিপের মাথার ওপর থেকে গিয়ে, থার্ড ম্যান পজিশন থেকে বাউন্ডারি হয়।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
অবশ্য এখানেই শেষ হননি পন্ত। ১৮.৪ ওভারে স্কট বোল্যান্ডকে আরও একটি অদ্ভূত শট মারেন পন্ত। যেখানে তিনি শট খেলতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। কারণ বলটা ছিল অফ স্টাম্পের একটু বাইরে। কিন্তু সেই বলেই তিনি ফাইন লেগ পজিশন দিয়ে চার মারেন, সেই শট খেলে নিজেই তিনি পড়ে যান। এরকম কিছু অবিশ্বাস্য শট খেলেই পন্ত আপাতত ভারতকে খেলায় রেখেছেন। টিম ইন্ডিয়া এখনও পিছিয়ে রয়েছে ২৯ রানে। অন্তত ১৫০ রানের টার্গেটও যদি তাঁরা অজিদের দিতে পারে, তাহলেও খেলা জমে যেতে পারে চতুর্থ ইনিংসে।