ভারতীয় দলে এই মূহূর্তের বিরাট কোহলি, রোহিত শর্মার পরই যদি কারোর ফ্যান বেস থেকে থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে ঋষভ পন্ত। জসপ্রীত বুমরাহদেরও অনেকে পছন্দ করেন বটে। কিন্তু পন্তের যে কামব্যাক, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যে অনবদ্য পারফরমেন্স। টিম ইন্ডিয়ার জার্সিতে যে ভয়ডরহীন খেলা, তা উপভোগ করে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
পন্ত ছন্দে নেই, ছন্দে নেই ভারতও-
সম্প্রতি টেস্টে কামব্যাকের পর শতরানও করেছিলেন এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু সমস্যা শুরু হয় এর পরেই। টিম ইন্ডিয়ার এই তারকা ভারতীয় দলকে জয়ের ধারাবাহিকতা এনে দিতে পারছেন না। নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো যায়নি, যাও বা অস্ট্রেলিয়ায় এসে পার্থ টেস্টে তাঁরা জিতলেন। পরের টেস্টেই অ্যাডিলেডে টিম ইন্ডিয়া হেরে গেল।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
অস্ট্রেলিয়ায় পন্তের কাছে আর্জি ভক্তের-
অবশ্য এত কিছুর মাঝেও পন্তের ফ্যান বেস যে কমেনি, তাঁর প্রমাণ মিলল অস্ট্রেলিয়ায়। অনুশীলনে এমনিতেই বিরাট, রোহিতদের দেখতে ব্যাপক ভিড় থাকে। এরই মধ্যে পন্তকে সামনে থেকে দেখার সুযোগ পান এক সমর্থক। দেখেই পন্তের সঙ্গে সেলফি নেওয়ার আবদার করে বসেন, সেই সমর্থক। তাকে নিরাশ করেননি উত্তরাখণ্ডের এই তারকাও।
ক্যামেরা পরিষ্কার করতে বললেন পন্ত-
কিন্তু ছবি তুলতে যাওয়ার আগেই ঘটে বিপত্তি। পন্ত দেখতে পান, সেই সমর্থকের ফোনের ক্যামেরা পরিষ্কার নয়। অর্থাৎ ছবি খুব একটা ভালো আসবে না। তাই সটান সেই ভক্তকে তিনি নির্দেশ দেন, আগে ফোনের ক্যামেরা পরিষ্কার করে নিতে। এরপর সেই ভক্ত ক্যামেরা পরিষ্কার করে নিয়ে টিম ইন্ডিয়ার এই তারকার সঙ্গে ছবি তুলে ফেলেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
পন্তকে ২৭ কোটি এলএসজির-
ঋষভ পন্তের এই মূহূ্র্তে ভারতীয় ক্রিকেটে ক্রেজ ঠিক কতটা, সেটা বোঝা গেছে সম্প্রতি আইপিএলের নিলামেই। সেখানে তাঁকে রেকর্ড অর্থে দলে নেয় লখনউ সুপার জায়ান্ট। ২৭ কোটি টাকা দেওয়া হবে তাঁকে, আইপিএলের ইতিহাসে তিনিই সব থেকে দামি ক্রিকেটার। লোকেশ রাহুলের পরিবর্তে তাঁকে দলে নিতে শুরু থেকেই টার্গেট করে এলএসজি।
পন্তের প্রশংসায় গোয়েঙ্কা-
এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নিজেই প্রশংসা করেন পন্তের বুদ্ধিমত্তার, যখন টি২০ বিশ্বকাপ ফাইনালে চোটের কারণ দেখিয়ে মাঠে বসে পড়ে প্রোটিয়াদের মোমেন্টাম ব্রেক করেছিলেন তিনি। অস্ট্রেলিয়াতেও গতবার গাব্বায় ঐতিহাসিক ইনিংস ছিল তাঁর। আগামী টেস্টও ব্রিসবেনেই, ফলে সেখানেও পন্তের আরও এক কামব্যাক ইনিংস দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।