বর্ডার-গাভাসকর ট্রফি ও ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের মধ্যে সময়ের ব্যবধান বিশেষ নেই। তবে এই সাময়িক বিরতিটুকুও ছুটির মেজাজে কাটাতে পারলেন না টিম ইন্ডিয়ার সুপারস্টার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সফরের ভরাডুবির পরে বোর্ডের চাপেই ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমে পড়তে হয় ভারতের টেস্ট দলের তারকাদের। যদিও রঞ্জি ট্রফিতে মাঠে নেমে নজর কাড়তে ব্যর্থ হন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শুভমন গিল, ঋষভ পন্তরা। রবীন্দ্র জাদেজা অবশ্য শুরুতেই উইকেট তুলে চোখ টানলেন।
মুম্বইয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামেন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। চিন্নাস্বামীতে কর্ণাটকের বিরুদ্ধে লড়াইয়ে নামেন শুভমন গিল। রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামেন ঋষভ পন্ত।
মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত ও যশস্বী। পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে শুরুতেই আউট হন শুভমন গিল। দিল্লির হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন ঋষভ পন্ত।
রাজকোটে রঞ্জির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে দিল্লি ও সৌরাষ্ট্র। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি। যদিও দিল্লি দলনায়ক আয়ুষ বাদোনির সিদ্ধান্ত কতটা যথাযথ, সেই বিষয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা প্রথম দিনের প্রথম সেশনে ১৫৩ রান তুলতে ৬টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।
ওপেন করতে নেমে অর্পিত রানা প্রথম ওভারেই আউট হন। খাতা খুলতে পারেননি তিনি। জয়দেব উনাদকাটের বলে হার্ভিক দেশাইয়ের হাতে ধরা পড়েন তিনি। অপর ওপেনার সনৎ সাঙ্গওয়ান ১২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন। ২৮ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে ফিরেও ডাহা ফেল রোহিত শর্মা, সস্তায় আউট গিল-যশস্বী
তিন নম্বরে ব্যাট করতে নেমে যশ ধুল নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৭৬ বলে ৪৪ রান করে রবীন্দ্র জাদেজার দ্বিতীয় শিকার হন। জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে যশ ৮টি চার মারেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন ঋষভ পন্ত। মাত্র ১০ বল স্থায়ী হয় পন্তের ইনিংস। ধর্মেন্দ্র সিং জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋষভ।
জন্টি সিন্ধু ২৩ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। যুবরাজসিং দোদিয়ার বলে শেল্ডন জ্যাকসনের হাতে ধরা পরেন তিনি। মারেন ১টি ছক্কা। সুমিত মাথুর ৩ বলে ১ রান করে ধর্মেন্দ্রসিং জাদেজার বলে এলবিডব্লিউ হন। লাঞ্চে ৭০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন আয়ুষ বাদোনি। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
অন্যদিকে মুম্বইয়ের হয়ে যশস্বী জসওয়াল ৪ ও রোহিত শর্মা ৩ রান করে আউট হন। পঞ্জাবের হয়ে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন শুভমন গিল।