বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy 2024: বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Duleep Trophy 2024: বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের। ছবি- বিসিসিআই।

Duleep Trophy 2024: ব্যাটিং-কিপিংয়ে পাশাপাশি ঋষভ পন্ত হাত পাকিয়েছেন গুপ্তচরবৃত্তিতেও, দলীপের মঞ্চে দেখা দেল সেই ছবি।

ঋষভ পন্ত মাঠে রয়েছেন, অথচ তাঁর উপস্থিতি টের পাওয়া যাবে না, এমনটা আবার হয় নাকি। নিজের পারফর্ম্যান্স দিয়ে পন্ত বরাবর ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নেন। তবে শুধু ব্যাটার ও উইকেটকিপার হিসেবে দর্শকদের মনোরঞ্জন করেন ঋষভ এমনটা নয় মোটেও। বরং খুনসুটিতে টিম ইন্ডিয়ার বাকি সকলের থেকে কয়েক যোজন এগিয়ে পন্ত।

কখনও সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মস্করা করতে দেখা যায় পন্তকে। কখনও প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের পিছনে লাগেন। এমনকি আম্পায়ার ও কোচেদের সঙ্গেও মজা করতে দেখা যায় ঋষভকে। চলতি দলীপ ট্রফিতেও তার অন্যথা হল না।

ইন্ডিয়া-বি টিমের হয়ে ইন্ডিয়া-এ টিমের বিরুদ্ধে দলীপের ম্যাচে মাঠে নামেন পন্ত। এই ম্যাচে উইকেটকিপার হিসেবে দুর্দান্ত দক্ষতার পরিচয় দেন তিনি। মায়াঙ্ক আগরওয়ালের ক্যাচ ধরার ক্ষেত্রে নিজের কিপিং স্কিলের যথার্থ নমুনা পেশ করেন পন্ত।

ব্যাট হাতে প্রথম ইনিংসে মাত্র ৭ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। সুতরাং, খেলোয়াড় হিসেবে ম্যাচে নিজের আলাদা ছাপ রাখেন পন্ত। তবে এর বাইরে কুলদীপ যাদবের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতেও দেখা যায় ঋষভকে।

আরও পড়ুন:- প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেছিলেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায়- ভিডিয়ো

রবিবার ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে পন্ত এমন এক কাণ্ড ঘটান, যেটা শুধু তাঁর কাছ থেকেই প্রত্যাশা করা যায়। ব্যাটিং ও কিপিং ছাড়াও গুপ্তচরবৃত্তিতেও যে হাত পাকিয়েছেন পন্ত, সেটা ধরা পড়ে যায় ক্যামেরায়। বলা বাহুল্য, পন্তের এমন বোমক্যেশগিরির ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যল মিডিয়ায়।

ম্যাচের শেষ দিনর খেলা শুরুর আগে ইন্ডিয়া-এ টিমের ক্যাপ্টেন শুভমন গিল তাঁর দলের সতীর্থদের নিয়ে টিম হাডলে শলা পরামর্শ সারছিলেন। ইন্ডিয়া-বি দলের উইকেটকিপার ঋষভ পন্তের স্বাভাবিকভাবেই সেই হাডলে থাকার কথা নয়। তবে পন্ত এক্ষেত্রে চুপিসারে ইন্ডিয়া-এ দলের গেমপ্ল্যানে সামিল হয়ে যান।

আরও পড়ুন:- ৭টি টেস্ট সেঞ্চুরি ৭টি আলাদা দেশের বিরুদ্ধে, বিরল রেকর্ড ওলি পোপের

টিম হাডলে ক্যাপ্টেন শুভমন গিল ক্রিকেটারদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন। বুঝিয়ে দিচ্ছিলেন গেমপ্ল্যান। ঋষভ পন্ত সেই হাডলে মিশে গিয়ে চুপচাপ শুনছিলেন সব। ধারাভাষ্যকাররা এমন ছবি দেখে বলে ওঠেন যে, পন্ত তো তাহলে ইন্ডিয়া-এ টিমের সব পরিকল্পনা জেনে গেলেন।

আরও পড়ুন:- গত ১ বছরে সব থেকে বেশি আয় করেছেন কোন ক্রীড়াবিদরা? সেরা দশে রয়েছেন কোহলি

হাডলের শেষে ইন্ডিয়া-এ দলের ক্রিকেটাররা সবাই মাঠে নেমে পড়েন। পন্ত ফিরে যান নিজেদের ড্রেসিংরুমে। ইন্ডিয়া-এ দলের পেসার আবেশ খানকে দেখা যায় ঋষভ পন্তের সঙ্গ ঠিক এই বিষয়েই মজা করতে।

ক্রিকেট খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.