নাগপুর ও কটকের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। সুতরাং, সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি টিম ইন্ডিয়ার সামনে নিছক নিয়ম রক্ষর লড়াইয়ে পরিণত হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই ভারতের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। চাপ না থাকায় ভারত এই ম্যাচে তাদের স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারে।
আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাওয়া যে সব ক্রিকেটাররা রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন, তাঁদের ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দিতে পারেন রোহিতরা। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির যথাযথ কম্বিনেশন নির্ধারণের জন্য রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের যাচাই করাও জরুরি।
এক্ষেত্রে ভারত আমদাবাদে উইকেটকিপার হিসেবে মাঠে নামাতে পারে ঋষভ পন্তকে। লোকেশ রাহুল সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে কিপিং করেন। যদিও ব্যাট হাতে নজর কাড়তে পারেননি তিনি। ঋষভ পন্ত যদি সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দেন, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পিছনে ঠেলে দিতে পারেন লোকেশকে।
দ্বিতীয়ত, ভারত আমদাবাদের তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামাতে পারে বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংকে। আর্শদীপকে মাঠে নামাতে হলে একজন পেস বোলারকে বেঞ্চে পাঠাতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। শামি সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে বুঝিয়ে দিয়েছেন যে, ফর্ম ও ফিটনেস নিয়ে সমস্যা নেই। তাই আমদাবাদে তাঁকে বিশ্রাম দিতে পারে ভারতীয় দল। বিশেষ করে জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ায় মিনি বিশ্বকাপে শামিই ভারতের সবেধন নীলমণি।
হর্ষিত রানাকে বসিয়েও আর্শদীপকে মাঠে নামানোর বিকল্প খোলা রয়েছে ভারতীয় দলের সামনে। তবে বুমরাহর পরিবর্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঢোকা হর্ষিত সবে মাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন। সুতরাং, তাঁরও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে।
ভারত স্পিন বিভাগে একটি রদবদল করতে পারে। চোট সারিয়ে মাঠে ফেরা কুলদীপকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরও একটি ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও ভারত এক্ষেত্রে কুলদীপ, বরুণ অথবা ওয়াশিংটন সুুন্দরের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে আমদাবাদে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল/ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী/ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি/আর্শদীপ সিং, হর্ষিত রানা।