একুশ মাস পরে লাল বলের ক্রিকেটে ফিরেছেন। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চেই পুরনো মেজাজের ঋষভ পন্তকে দেখা গেল। শনিবার দলীপ ট্রফিতে 'ইন্ডিয়া এ'-কে বেধড়ক মারেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার। মাত্র ৩৪ বলে হাফ-সেঞ্চুরি করেন। শেষপর্যন্ত ৪৭ বলে ৬১ রান করে আউট হয়ে যান পন্ত। তবে শুধু পন্ত নন, শনিবার সরফরাজ খানও মারকুটে ভঙ্গিমায় খেলতে থাকেন। ৩৬ বল ৪৬ রান করেন তিনি। শুধু তাই নয়, তর্কাতীতভাবে এই ম্যাচে 'ইন্ডিয়া এ'-র সেরা বোলার আকাশদীপের একটি ওভারে তো পাঁচটি চার মারেন। পরে সরফরাজ যখন আউট হয়ে যান, তখন তাঁকে ‘সেন্ড-অফ’ দেন আবেশ খান। রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন 'ইন্ডিয়া এ'-র পেসার।
‘প্যান্টাস্টিক’ ঋষভ
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৯০ রানের লিড খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় 'ইন্ডিয়া বি'। তারপরই 'ইন্ডিয়া বি'-র ইনিংসের হাল ধরেন পন্ত এবং সরফরাজ। বিশেষত কুলদীপ যাদবকে নিয়ে তো ছেলেখেলা করেন। শুধু তাই নয়, আকাশদীপের বলে একটি রিভার্স-সুইপ মারেন। সেই জেমস অ্যান্ডারসনের বলে যেরকম শট মেরেছিলেন, কার্যত সেটারই পুনরাবৃত্তি হয়। আজকের শটটায় শুধু টাইমিংটা সেদিনের মতো হয়নি।
তা সত্ত্বেও মাত্র ৩৪ বলে অর্ধশতরান পূরণ করেন পন্ত। কুলদীপের বলেই এক রান নিয়ে অর্ধশতরান করে ফেলেন। যখন অর্ধশতরান পূরণ করেন, তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৭.১। তারপর ৬১ রান করে আউট হয়ে যান। মোট ন'টি চার এবং দুটি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ১২৯.৭৯। যা দেখে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের মুখে চওড়া হাসি ফুটবে। কারণ কয়েকদিন পর থেকে টানা টেস্ট খেলতে শুরু করবে ভারত।
সরফরাজের মারকুটে ব্যাটিং
পন্তের সেই ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যে অন্য কেউ লাইমলাইট পাচ্ছেন মানেই বুঝতে হবে যে তিনিও স্পেশাল কিছু করছেন। সরফরাজের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। ১০ ওভারে আকাশদীপের প্রথম বলে কোনও রান হয়নি। পরের পাঁচটি বলে পাঁচটি চার মারেন সরফরাজ। ফলে দ্রুত রান উঠতে থাকে 'ইন্ডিয়া বি'-র। ২৯ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন পন্ত এবং সরফরাজ।
সরফরাজকে আগ্রাসী ‘সেন্ড-অফ’
তারইমধ্যে ১৮ তম ওভারের প্রথম বলে সরফরাজকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন আবেশ। আর তারপরই আগ্রাসী 'সেন্ড-অফ' দেন। ৩৬ বলে ৪৬ রান করেন তিনি। মারেন সাতটি চার। হাঁকান একটি ছক্কা। স্ট্রাইক রেট ১২৭.৭৮।
আরও পড়ুন: চিন্নাস্বামীতে KL রাহুলকে নিয়ে স্লোগান! LSG ছেড়ে RCBতে ফিরছেন নাকি!শুরু জল্পনা, ভাইরাল ভিডিয়ো…