দুর্ঘটনার পরে গত আইপিএলে ক্রিকেটের মাঠে কামব্যাক ঘটে ঋষভ পন্তের। পরে টি-২০ বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলে ফেরেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার। গত শ্রীলঙ্কা সফরে ভারতের ওয়ান ডে স্কোয়াডে ফেরেন আগ্রাসী তারকা। তবে এখনও টিম ইন্ডিয়ার টেস্ট দলে ফেরা হয়নি পন্তের।
আসলে মাঝের সময়টায় ভারত টেস্ট ক্রিকেটে মাঠেই নামেনি। অবশেষে সেপ্টেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের মরশুম শুরু করছে ভারত। এই সিরিজেই ভারতের টেস্ট স্কোয়াডে ফিরতে চলেছেন পন্ত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
টেস্টের আগে দলীপ ট্রফির মঞ্চে সম্ভাব্য সব তারকাকেই যাচাই করে নিয়েছেন জাতীয় নির্বাচকরা। ইশান কিষানের চোট। তিনি কবে পুরোপুরি ফিট হবেন, নিশ্চিত খবর নেই। দলীপের প্রথম ম্যাচে কেএস ভরত চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরতে ব্যর্থ হন। ধ্রুব জুরেল দুরন্ত কিপিং করেন। তবে সবার নজর ছিল পন্তের দিকে। ঋষভ ব্যাটিং ও কিপিং, উভয় বিভাগেই জাতীয় নির্বাচকদের আশ্বস্ত করতে পেরেছেন বলা যায়।
দলীপ ট্রফির প্রথম রাউন্ডের শেষে বাংলাদেশ সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। রবিবার শেষ হয়েছে দলীপের প্রথম রাউন্ডের লড়াই। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী সোমবার জাতীয় নির্বাচকরা বাংলাদেশ সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করতে পারেন। আরও খবর যে, টেস্ট স্কোয়াডে প্রথম পছন্দের উইকেটকিপার হতে চলেছেন পন্ত। তাই যদি হয়, তিন ফর্ম্যাটেই জাতীয় দলে কামব্যাকের বৃত্ত পূর্ণ হবে ঋষভের।
টেস্ট দলে ঢোকার ক্ষেত্রে ঋষভকে কড়া টক্কর দেবেন ধ্রুব জুরেল। কেননা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স মেলে ধরেন জুরেল। তিনি দলীপ ট্রফিতে দুর্দান্ত কিপিংও করেছেন। পন্ত ও জুরেল উভয়েই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে থাকলে টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা হতে পারে প্রথম একাদশে যথাযথ কিপার বাছা নিয়ে।
পন্তের দলে ফেরার সম্ভাবনা ছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে বেশ কয়েকটি বদল দেখা যেতে পারে। রজত পতিদারের টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখার সম্ভাবনা কম। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ পেস আক্রমণে থাকবেন নিশ্চিত। দলীপের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেওয়া আকাশ দীপ তৃতীয় পেসার হিসেবে স্কোয়াডে ঢুকে পড়তে পারেন। মুকেশ কুমারের জায়গা সেক্ষেত্রে টলমল দেখাচ্ছে।