ঋষভ পন্তের হাঁটুর চোট নিয়ে কিছুতেই উদ্বেগ কাটছে না। সোমবার দুবাইয়ে দ্বিতীয় দিন অনুশীলনে নেমেছিল ভারতীয় দল। রবিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু করেছিল রোহিতরা। সেখানেই হার্দিক পান্ডিয়ার জোরাল শটে হাঁটুতে চোট পেয়েছিলেন ঋষভ। দ্বিতীয় দিনেও চোটের জায়গায় সমস্যা অনুভব করায় উইকেটকিপিং অনুশীলন করলেন না তিনি। ভারত ২০ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। সেই ম্যাচে ঋষভ খেলতে পারবেন কিনা সেটা নিয়েই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেই ১৫-সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছেন ঋষভ পন্ত এবং কেএল রাহুল। জানা যাচ্ছে, রবিবার নেট সেশনে অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়া ব্যাটিং করছিলেন এবং পন্ত সেই সময় নেটের পাশে দাঁড়িয়েছিলেন। পান্ডিয়া একটি শট মারলে, তা সরাসরি ঋষভ পন্তের বাঁ-হাঁটুতে গিয়ে লাগে। এর পর সঙ্গে সঙ্গে ব্যাথায় কাতরাতে থাকেন তিনি। সেই সময় উপস্থিত হন ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈন। তবে তখন খুব গুরুতর কিছু মনে হয়নি। কারণ, এরপর প্যাড পড়তে দেখা যায় ঋষভকে। তবে সোমবার কিছুটা সমস্যা দেখা যায় তাঁর। PTI-এর এক রিপোর্টে বলা হয়েছে দ্বিতীয় দিনে ফিল্ডিং এবং উইকেটকিপিং অনুশীলন এড়িয়ে যান পন্ত। ব্যাটিং করলেও, সেখানেও সমস্যা হচ্ছিল তাঁর। অনেক বল ছাড়ছিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে দেখা যেতে পারে কেএল রাহুলকে। আগেই হেডকোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে তাঁর বিচারে এগিয়ে রয়েছেন কর্ণাটকের এই ক্রিকেটার। কিন্তু রাহুল কত নম্বরে ব্যাট করবেন সেটা এখনও নিশ্চিত নয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথমে দুই ম্যাচে তাঁকে ৬ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। তবে শেষ ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। সফলও হয়েছিলেন তিনি। ২৯ বলে ৪০ রান করেছিলেন। দুবাইয়ে অনুশীলনে আক্রমণাত্মক ব্যাটিংয়ে জোর দিয়েছেন রাহুল। মনে করা হচ্ছে খেলার গতি পরিবর্তন করার দায়িত্ব থাকতে পারে তাঁর উপর। নেটে প্রায় প্রতি বলে ৬ মারার চেষ্টা করছিলেন। ৫-৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে তাঁর কাজই হবে বড় শট খেলা, সেটা বোঝাই যাচ্ছিল। ঠিক একই ভাবে নেটে বড় শট খেলার কৌশল ঝালিয়ে নেন শ্রেয়স আইয়ারও। অন্যদিকে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা ক্লাসিকাল শট খেলায় জোর দেন।