শুভব্রত মুখার্জি:- আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া চেন্নইই একমাত্র দল যারা পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। তাদের সবকটি ট্রফিই এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল, প্রায় টানা ১৫ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও মাঝে দুই বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি সিএসকে।
মাঝে এক বছর প্রথম কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা। পারফরম্যান্স খারাপ হওয়ার ফলে ওই বছরেই শেষদিকে নেতৃত্বের দায়িত্ব ফের নেন ধোনি। সিএসকে এবং ধোনি যেন একে অপরের পরিপূরক। একজনকে ছাড়া অন্যজনকে যেন ভাবাই যায় না। এমন আবহে বড় দাবি করেছেন এক প্রাক্তন ভারতীয় তারকা। তাঁর মতে ধোনি যখন খেলা ছাড়বেন, তখন সিএসকেতে ধোনির পরিবর্ত হিসেবে নাকি দায়িত্ব নেবেন ঋষভ পন্ত।
আইপিএল ২০২৪ সালের মিনি নিলামের আসর বসবে আর কয়েকদিন বাদেই। দুবাইতে বসবে এবারের আসর। ৪২ বছর বয়সী এম এস ধোনি এই বছরেও সিএসকের হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন এই মরশুমটাই ধোনির সিএসকেতে হয়ত শেষ মরশুম হতে চলেছে।
ধোনির অবর্তমানে তাঁর জায়গাটা সিএসকেতে কে নেবেন তা নিয়ে জল্পনা রয়েইছে। এমন আবহে সিএসকে যে নতুন কিপারের সন্ধান করবে এটাই স্বাভাবিক। আর সেটা নিয়ে বলতে গিয়েই প্রাক্তন ভারতীয় তারকা কিপার ব্যাটার দীপ দাশগুপ্ত মনে করেন এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দলে থাকা ঋষভ পন্ত একেবারে সঠিক লোক এই জায়গায় বদলি হিসেবে আসার।
গত বছর ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়ে কোনও রকমে প্রাণে বাঁচেন পন্ত। তারপর থেকে এখনও ২২ গজে ফেরা হয়নি তাঁর। যদিও সম্প্রতি অনুশীলন শুরু করেছেন তিনি।
এক্সে এক ভিডিয়ো পোস্ট করে দীপ লিখেছেন, 'আমি অবাক হব না যদি ২০২৫ সালের আইপিএলে সিএসকে তাদের দলে ঋষভ পন্তকে নেয়। কারণ এমএস ধোনি এবং ঋষভ পন্ত দুজনের সম্পর্ক খুব ভালো। ঋষভ ধোনিকে সম্মান করে। এমএসও ঋষভকে খুব ভালোবাসে। ওরা একসঙ্গে অনেক সময় কাটায়। ওদের দুজনের কানেকশন এবং ঋষভ পন্তের চিন্তাভাবনা মিলে যায়। দুজনেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। দুজনেই পজিটিভ চিন্তাভাবনা করে। সবসময় জেতার চিন্তা ছাড়া ওদের মাথায় আর কিছু থাকে না।'