আইপিএল ২০২৫-এর মেগা নিলামে প্রত্যাশিতভাবেই বিরাট অঙ্কের চুক্তি হাতে পান বেশ কয়েকজন ক্রিকেটার। আবার কার্যত অপ্রত্যাশিতভাবে বিশাল দাম ওঠে বেশ কয়েকজনের। আপাতত দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোন কোন তারকার বেস প্রাইসের তুলনায় দাম বেড়েছে সব থেকে বেশি। গত বছরের তুলনায়কএবছর সব থেকে বেশি দাম বেড়েছে কোন কোন ক্রিকেটারের, চোখ রাখা যাক সেদিকেও।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের মধ্য়ে বেস প্রাইসের তুলনায় সব থেকে বেশি দাম বাড়ে কাদের
১. ঋষভ পন্ত- ২ কোটি টাকা বেস প্রাইসের ঋষভ পন্ত শেষমেশ ২৭ কোটি টাকার সর্বোচ্চ মূল্যে যোগ দেন লখনউ সুপার জায়ান্টসে। সুতরাং, বেস প্রাইসের তুলনায় ১৩.৫ গুণ বেশি টাকা পান তিনি।
২. শ্রেয়স আইয়ার- ২ কোটি টাকা বেস প্রাইসের শ্রেয়স আইয়ার শেষমেশ ২৬.৭৫ কোটি টাকায় যোগ দেন পঞ্জাব কিংসে। সুতরাং, বেস প্রাইসের তুলনায় ১৩.৩৭ গুণ বেশি টাকা পান শ্রেয়স।
৩. বেঙ্কটেশ আইয়ার- ২ কোটি টাকা বেস প্রাইসের বেঙ্কটেশ আইয়ার শেষমেশ ২৩.৭৫ কোটি টাকায় যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। সুতরাং, বেস প্রাইসের তুলনায় ১১.৮৭ গুণ বেশি টাকা পান বেঙ্কটেশ।
আইপিএল ২০২৫-এর নিলামে সার্বিকভাবে বেস প্রাইসের তুলনায়ক সব থেকে বেশি টাকা দাম বাড়ে কাদের
১. রসিখ দার- ৩০ লক্ষ বেস প্রাইসের রসিখ দার শেষমেশ ৬ কোটি টাকায় যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সুতরাং, বেস প্রাইসের তুলনায় ২০ গুণ বেশি টাকা পান তিনি।
২. নমন ধীর- ৩০ লক্ষ বেস প্রাইসের নমন ধীর শেষমেশ ৫.২৫ কোটি টাকায় যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সে। সুতরাং, বেস প্রাইসের তুলনায় ১৭.৫ গুণ বেশি টাকা পান তিনি।
৩. নেহাল ওয়াধেরা- ৩০ লক্ষ বেস প্রাইসের নেহাল ওয়াধেরা শেষমেশ ৪.২ কোটি টাকায় যোগ দেন রয়্যাল পঞ্জাব কিংসে। সুতরাং, বেস প্রাইসের তুলনায় ১৪ গুণ বেশি টাকা পান তিনি।
গতবারের তুলনায়ক সব থেকে বেশি দাম বেড়েছে কাদের
১. বেঙ্কটেশ আইয়ার- আইপিএল ২০২৪-এ বেঙ্কটেশ আইয়ারের পারিশ্রমিক ছিল ৮ কোটি টাকা। এবার তাঁর দাম ওঠে ২৩.৭৫ কোটি টাকা। সুতরাং, গতবারের তুলনায় বেঙ্কটেশের দাম বাড়ে ১৫.৭৫ কোটি টাকা।
২. শ্রেয়স আইয়ার- আইপিএল ২০২৪-এ শ্রেয়স আইয়ারের পারিশ্রমিক ছিল ১২.৫ কোটি টাকা। এবার তাঁর দাম ওঠে ২৬.৭৫ কোটি টাকা। সুতরাং, গতবারের তুলনায় শ্রেয়সের দাম বাড়ে ১৪.২৫ কোটি টাকা।
৩. আর্শদীপ সিং- আইপিএল ২০২৪-এ আর্শদীপ সিংয়ের পারিশ্রমিক ছিল ৪ কোটি টাকা। এবার তাঁর দাম ওঠে ১৮ কোটি টাকা। সুতরাং, গতবারের তুলনায় আর্শদীপের দাম বাড়ে ১৪ কোটি টাকা।