বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: সৌরভ-পন্টিংয়ের সান্নিধ্যেই কলকাতার মাটিতে ২২ গজে ফিরছেন পন্ত?

IPL 2024: সৌরভ-পন্টিংয়ের সান্নিধ্যেই কলকাতার মাটিতে ২২ গজে ফিরছেন পন্ত?

ঋষভ পন্ত। ছবি- টুইটার 

দিল্লি ক্যাপিটালসের চার দিনের প্রস্তুতি শিবির বসছে কলকাতায়। আর সেখানেই দেখা যেতে পারে ঋষভ পন্তকে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

গত বছরের একেবারে শেষে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ পন্ত। তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন তারকা এই ব্যাটার। পুরোপুরি ফিট না হয়ে ওঠায় বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। তাঁর এই দুর্ঘটনা ছিটকে দিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং গত আইপিএল থেকেও। একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে ছিটকে যেতে হয় তাঁকে। কবে মাঠে ফিরবেন পন্ত? প্রশ্ন অনেকেরই। সুস্থ হয়ে ওঠার প্রতিটি মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

সম্প্রতি তিনি বন্দ্রীনাথ এবং তিরুপতির বালাজি মন্দিরেও যান তিনি। তিরুপতিতে পন্তের সঙ্গেই দেখা যায় অক্ষর প্যাটেলকে। আগের চেয়ে পন্ত অনেকটাই ফিট হয়ে উঠেছেন তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সমর্থকরাও চাইছেন দ্রুত মাঠে ফিরে আসুক পন্ত। মনে করা হচ্ছে কলকাতা থেকেই ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু করতে পারেন ভারতীয় দলের এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।

এবিপি আনন্দে প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৮ নভেম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে চার দিনের একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। আর সেখানেই আসার কথা রয়েছে পন্তের। দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর একদিন পরে তিনি শিবিরে যোগ দেবেন। আর সেই শিবিরে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। গত বছরের স্মৃতি মনে করতে চাইছে না দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিক ভাবেই এবার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছে তারা। তবে দিল্লি কোন ক্রিকেটারকে রিটেন করবে, সেই নিয়েও মুখ খোলেনি কেউ।

অপাতত সবার নজর থাকবে পন্তের দিকে। কারণ দীর্ঘদিন তিনি মাঠের বাইরে রয়েছেন। গত মরশুমে পন্তের পরিবর্তে নেওয়ার বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলকে। বেশ কয়েকটি ম্য়াচ খেলেন তিনি। শুরুতে যেভাবে খেলেছিলেন, তারপর সেই ধারাবহিকতা দেখাতে পারেননি বঙ্গ সন্তান। স্বাভাবিক ভাবেই পন্তের অভাব ভালো ভাবেই টের পেয়েছে দিল্লি দল। তাই টিম ম্যানেজমেন্টও চাইছে দ্রুত ফিরে আসুক তাদের অধিনায়ক। গতবারের ভরাডুবি এবারে একেবারেই চাইছে না টিম ম্যানেজমেন্ট। নিলাম থেকে নতুন আরও বেশ কিছু ক্রিকেটারকে নিজেদের সংসারে জায়গা দিতে পারে ক্যাপিটালসরা।

ক্রিকেট খবর

Latest News

রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে পুজোর দিনে লিভিং রুম তাক লাগাবে অতিথিদের, সাজানোর সময় মনে রাখুন ছোট্ট কিছু টিপস পুজোয় বাঙালি সাজে দিমি-বিশাল-শুভাশিস, ভাইরাল তারকারা ফিল্ডিংয়ে কোনও ঢিলেমি বরদাস্ত নয়, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘কঠোর’ গম্ভীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.