ডি-গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক-আউটে ওঠে বাংলা। তবে প্রি-কোয়ার্টারেই শেষ হয়ে যায় সুদীপ ঘরামিদের অভিযান। অসমের কাছে হেরে এবারের মতো জাতীয় টি-২০ ট্রফির অভিযান শেষ করে বাংলা।
মঙ্গলবার মোহালিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে অসমের মুখোমুখি হয় বাংলা। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে তারা। ওপেনিং জুটিতে শক্তপোক্ত ভিত গড়া সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে বাংলা আটকে যায় ৮ উইকেটে ১৩৮ রানে।
৮ নম্বরে ব্যাট করতে নেমে করণ লাল দলের হয়ে সব থেকে বেশি ২৪ রান করেন। ২০ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওপেন করতে নেমে অভিমন্যু ঈশ্বরন ১৫ বলে ২১ রান করেন। তিনি ৪টি চার মারেন। অপর ওপেনার অভিষেক পোড়েল ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৩ রান করেন।
২০ বলে অপরাজিত ২১ রান করেন ৯ নম্বর ব্যাটার কৌশিক মাইতি। এছাড়া সুদীপ ঘরামি ১, রণজ্যোৎ খাইরা ৪, হাবিব গান্ধী ১২, ঋত্বিক রায়চৌধুরী ১৪, শাহবাজ আহমেদ ৫ ও আকাশ দীপ অপরাজিত ৭ রান করেন।
অসমের হয়ে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন আকাশ সেনগুপ্ত। রিয়ান পরাগ ৪ ওভারে ২৩ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন মৃন্ময় দত্ত, শিবশঙ্কর রায় ও সৌরভ দে।
আরও পড়ুন:- PAK vs BAN World Cup 2023: শাকিবদের বিধ্বস্ত করে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল পাকিস্তান
জবাবে ব্যাট করতে নেমে অসম ১৭.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পকেটে পোরে তারা। রিয়ান পরাগ ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ে টানা ৭টি হাফ-সেঞ্চুরি করেন রিয়ান। মুস্তাক আলি ট্রফির ১টি মরশুমে সব থেকে বেশি অর্ধশতরান করার নিরিখে দেবদূত পাডিক্কালের রেকর্ড ভেঙে দেন তিনি। পাডিক্কাল ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬টি হাফ-সেঞ্চুরি করেন।
উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বের কোনও ব্যাটসম্যান এখনও পর্যন্ত টানা ৭টি টি-২০ ইনিংসে হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। সেদিক থেকে রিয়ান পরাগ বিশ্বরেকর্ড গড়েন।
এছাড়া এদিন অসমের বিশাল রায় অপরাজিত ৪৫ ও ঋষভ দাস ৩১ রান করেন। বাংলার মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১টি করে উইকেট দখল করেন। কোয়ার্টার ফাইনালে অসম লড়াইয়ে নামবে সঞ্জু স্যামসনের কেরলের বিরুদ্ধে।