শেষ ওভারে জয়ের জন্য ৩২ রান দরকার ছিল ভারতের। চারটি ছক্কা ও ১টি চারের সাহায্যে ভারত ৩০ রান তুলে ফেলে। তবে তীরে এসে তরী ডোবে তাদের। আমিরশাহির কাছে মাত্র ১ রানে ম্য়াচ হেরে চলতি হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের খেতাবের দৌড় থেকে ছিটকে যেতে হয় ভারতীয় দলকে। রবিন উথাপ্পারা এখন প্লেট গ্রুপের খেতাবের জন্য লড়াই চালাবেন।
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের সি-গ্রপে ভারতের লড়াই ছিল পাকিস্তান ও আমিরশাহির বিরুদ্ধে। শুক্রবার পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। শনিবার আমিরশাহির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যেতে হয় ভারতকে। ফলে তিন দলের গ্রুপে ভারতের স্থান হয় একেবারে শেষে।
শনিবার টস জিতে আমিরশাহিকে শুরুতে ব্যাট করতে পাঠান ভারতের ক্যাপ্টেন রবিন উথাপ্পা। আমিরশাহি নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ১০ বলে ৪২ রান করেন খালিদ শাহ। তিনি ১টি চার ও ৬টি ছক্কা মারেন। ১১ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন জাহুর খান। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন।
ভারতের হয়ে ২ ওভারে ৩১ রান খরচ করে ৩টি উইকেট নেন স্টুয়ার্ট বিনি। ১ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নেন ভরত চিপলি। ১ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন শাহবাজ নদিম। মনোজ তিওয়ারি ১ ওভারে ৩৪ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। মনোজের ওভারে ৫টি ছক্কা ও ১টি চার মারেন খালিদ শাহ।
পালটা ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে যায়। ১১ বলে ৪৪ রান করে রান-আউট হন স্টুয়ার্ট বিনি। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। ১০ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন রবিন উথাপ্পা। তিনিও ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
৩টি ছক্কার সাহায্যে ৬ বলে ২০ রান করেন ভরত চিপলি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ১০ রান করেন মনোজ তিওয়ারি। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। মূলত কেদার যাদবের বল নষ্ট করার মাশুল দিয়ে ম্যাচ হারতে হয় ভারতকে।