ভারতীয় ক্রিকেট দলের ২০১৯ সালটা আইসিসির মঞ্চে ভালো কাটেনি। দেখে মনে হয়েছিল সেমিফাইনালে ভারতীয় দল সহজেই ম্যাচ জিতে নেবে। কিন্তু প্রথম দিন বৃষ্টির জন্য ব্যাটিং করা সম্ভব হয়নি ভারতের। রিজার্ভ ডেতে ব্যাটিং করতে নেমে কিউয়ি পেস অ্যাটাকের সামনে বিপর্যস্ত অবস্থা হয় কোহলি, রোহিত শর্মাদের। শেষ দিকে রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিরা লড়লেও সেমিতেই যাত্রা শেষ হয় ভারতের।
২০১৯ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপ শুরুর আগে পারফরমেন্স ভালোই ছিল দলের মিডল অর্ডার ব্যাটার অম্বতি রায়াডুর। কিন্তু তাঁকে নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াডেই রাখেননি। যা নিয়ে তিনি কার্যত ক্ষোভ ফেটে পড়েছিলেন। এখনও তাঁর রাগ রয়েছে বিষয়টি নিয়ে। অবশেষে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা মুখ খুললেন সেই ঘটনা নিয়ে।
সম্প্রতি এক পডকাস্টে গেছিলেন রবিন উথাপ্পা। সেখানেই তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন ভারতীয় ক্রিকেটের। এরই মধ্যে উঠে আসে রায়াডু প্রসঙ্গ। আর তখন তিনি যে দাবি করলেন, তা ভারতীয় ক্রিকেটে বোমা ফাটানোর মতো। সরাসরি তিনি বলে দিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি পছন্দই করতেন না রায়াডুকে, যার ফলে তাঁকে স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছিল।
সেই সময়ের নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গে নিজের খারাপ সম্পর্কের কথাও উল্লেখ করেছিলেন রায়াডু, যদিও এমএসকে প্রসাদ দাবি করেছিলেন দল নির্বাচন একা তিনি করেননি। বাকি নির্বাচকরাও সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২৩ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন অম্বতি রায়াডু।
রবি উথাপ্পা বলছেন, ‘যদি বিরাট কাউকে পছন্দ না করে, তাহলে তাঁর দলে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যেত। তাঁর সব থেকে বড় উদাহরণ হচ্ছে অম্বতি রায়াডু, ওর জন্য খারাপই লেগেছে। সবার নিজের একটা পছন্দ থাকতে পারে, তবে তাঁর জন্য কাউকে দল থেকে বাদ দেওয়া উচিত না। ওর কাছে বিশ্বকাপের জার্সি, কিটস সবই ছিল। সেই সময় তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখাটা, আমার মনে হয় ঠিক হয়নি’।
এমনিতে অম্বতি রায়াডুর সঙ্গে যে বিরাট কোহলির সম্পর্ক একদমই ভালো নয় তা বোঝা গেছিল গত আইপিএলের সময়ই। যখন আরসিবির ধোনির সিএসকের বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করার পরই ট্রফির সংখ্যা নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যঙ্ক করেছিলেন ধোনির দলে একসময় খেলা অম্বতি রায়াডু। এবার তাঁদের অন্দরের তিক্ত সম্পর্কের কথাই আরও একবার প্রকাশ্যে এনে দিলেন রবিন উথাপ্পা।