এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অনেকগুলো দলই রয়েছে দৌড়ে। ভারত, অস্ট্রেলিয়া, দঃ আফ্রিকা ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দলগুলো। এমনিতে নিউজিল্যান্ড দল সেভাবে কয়েক মাস আগে পর্যন্ত ছবিতে না থাকলেও, ভারতকে ৩-০তে সিরিজ হারানোয় তাঁরাও দৌড়ে ঢুকে পড়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে।
২০২৫ সালে লর্ডসের মাটিতে খেলা হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টেই জয়ের সরণীতে ফিরেছে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে বিশাল ২৯৫ রানে। ফলে তাঁদের পয়েন্টের শতাংশ অবারও ৬০এর ওপরে উঠে এসেছে।
এবার রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের আরেকটু সুবিধা করে দিল নিউজিল্যান্ড। কারণ কিউয়িদের স্লো ওভার রেটের জন্য শাস্তি দেওয়া হল। প্রথম টেস্টে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড দল হেরে গেলেও দুই দলই স্লো ওভার রেট করায় তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ৩ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। এছাড়াও দুই দলকেই ম্যাত ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম এবং ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক্স নিজেরাই নিজেদের ভুল স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নেন। অনফিল্ড আম্পায়ার এহসান রাজা এবং রড টাকার, থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক এবং ফোর্থ অফিশিয়াল কিম কটন এই শাস্তি দেনয়। আইসিসির ২.২২ কোড অফ কনডাক্ট অনুযায়ী দল যত ওভার কম করবে, সেই অনুযায়ী ৫ শতাংশ করে ক্রিকেটারের ফাইন হবে। এছাড়াও প্রত্যেক ওভার পিছু ১ পয়েন্ট করে দলের কাটা যাবে।
আগেই ইংল্যান্ডের কাছে ক্রাইস্টচার্চে টেস্টে হেরে কিউয়িদের ফাইনালে যাওয়ার স্বপ্ন ধাক্কা খেয়েছে। এখন তাঁদের পরের দুই ম্যাচে জিততে হবে এবং বাকিটা ছাড়তে হবে অন্য দলের ওপরে। এদিকে রোহিত শর্মার ভারতীয় দলকে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে বর্ডার গাভাসকর ট্রফি ৪-০ অথবা ৩-০ ফলে জিততে হবে। ভারতের পয়েন্টের শতাংশ এখন ৬১.১১। দঃ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫৯.২৫। অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫০ এবং নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশ ৪৭.৯২।