রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিবম দুবে ও শার্দুল ঠাকুর, দলের ৬ জন ক্রিকেটার বিস্তর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। জাতীয় দলে ডাক পেয়েছেন তনুষ কোটিয়ানও। এমনই তারকাখচিত দল নিয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামে মুম্বই।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আবদুল সামাদ ছাড়া দলে আইপিএল তারকাও নেই। বোঝাই যাচ্ছে শক্তির নিরিখে মুম্বই কতটা এগিয়ে জম্মু-কাশ্মীরের থেকে। তার উপর রঞ্জি ম্যাচে মুম্বই লড়াইয়ে নামে ঘরের মাঠে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বুঝি সুপারস্টারে বোঝাই মুম্বই বিশাল রানের ইনিংস গড়বে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। তবে বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামা মুম্বই একসময় ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। মুম্বইয়ের মান বাঁচে শার্দুল ঠাকুরের ব্যাটে। আট নম্বরে ব্যাট করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করে শার্দুল মুম্বইকে ১০০ রানের গণ্ডি পার করান।
ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে মুম্বই। যশস্বী জসওয়াল ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৪ রান করে আউট হন। ১৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ৪০ বলে ৭ রান করে মাঠ ছাড়েন হার্দিক তামোরে। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ১৭ বলে ১২ রান করেন। তিনি ২টি চার মারেন।
ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা মারেন শ্রেয়স আইয়ার। তবে তিনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে বসেন। ১টি ছক্কা ছাড়াও ১টি চার মারেন আইয়ার। খাতা খুলতে পারেননি শিবম দুবে, শামস মুলানি, মোহিত আবস্তি ও কর্শ কোঠারি। যদিও কোঠারি কোনও বল খেলার সুযোগ পাননি।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে খাতা খুলেই আউট ঋষভ পন্ত, শুরুতেই নজর কাড়লেন রবীন্দ্র জাদেজা
৫৭ বলে ৫১ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন শার্দুল ঠাকুর। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। নয় নম্বরে ব্যাট করতে নেমে তনুষ কোটিয়ান ৩৬ বলে ২৬ রানের কার্যকরী যোগদান রাখেন। তিনি ৫টি চার মারেন। মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১২০ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় ৩৩.২ ওভার।
জম্মু-কাশ্মীরের হয়ে ১১ ওভারে ২টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন উমর নাজির মীর। ৮.২ ওভারে ২টি মেডেন-সহ ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন যুধবীর সিং। আকিব নবি ১৩ ওভারে ৩টি মেডেন-সহ ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। ১ ওভারে ৯ রান খরচ করেও উইকেট পাননি আবিদ মুস্তাক।