আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। তার আগে জোরকদমে অনুশীলন করতে মগ্ন অধিনায়ক রোহিত শর্মা। সেই কঠোর অনুশীলনের মাঝে ইনস্টাগ্রামে ‘ওয়ান পার্সেন্ট’ ট্রেন্ডে গা ভাসালেন তিনি। এই ভাইরাল ট্রেন্ডের মাধ্যমে লোকে তাদের ৯৯ শতাংশ এবং বাকি ১ শতাংশ দিক প্রকাশ করে থাকে। রোহিতের পোস্ট করা রিলের প্রথমার্ধে দেখা যাচ্ছে, জিমে কঠোর পরিশ্রম করছেন তিনি। পরের অর্ধে রোহিতকে হাসতে দেখা যাচ্ছে এবং তাঁর প্রশিক্ষক এবং বন্ধুদের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে। রিলটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাঁর সমর্থকরা বেশ মজা পেয়েছেন রোহিতকে এই অবতারে পেয়ে। অনেক অনুরাগী তো কমেন্ট করেছেন, এমন রিল আরও দেখতে চান রোহিতের থেকে।
উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ভারত। রবিবার দলের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। বাংলাদেশকে হালকা ভাবে নিতে প্রস্তুত নয় ভারত, তাই বেশ শক্তিশালী দল গঠন করা হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য। দলে রোহিতের সঙ্গে রয়েছেন বিরাট কোহলিও। তরুণ টপ-অর্ডার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আশা করা হচ্ছে, এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁরা যেমন পারফরম্যান্স করেছিলেন তেমনই টেস্ট পারফরম্যান্স চালিয়ে যাবে এবারও। অন্যদিকে, কেএল রাহুল ইনজুরির কারণে ইংল্যান্ড টেস্ট সিরিজের বেশিরভাগ অংশ থেকে বাদ পড়েছিলেন। এবার সুস্থ হয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার। প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার পর সুস্থ হয়ে ভারতের টেস্ট দলে ফিরছেন ঋষভ পন্ত । ধ্রুব জুরেল এবং সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে কিছু দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে ফের একবার সুযোগ পেয়েছেন দলে।
রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা,অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব স্পিনার হিসাবে দলে জায়গা করে নিয়েছেন। শুধু বল নয় তাঁদের ব্যাটিং করার ক্ষমতা দলকে অনেকটা ভারসাম্য দেবে। এছাড়াও, পেসার হিসাবে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ দলে জায়গা পেয়েছেন। ভারতের হয়ে খেলার জন্য প্রথমবার ডাক পেয়েছেন যশ দয়াল। অন্যদিকে, সদ্য সমাপ্ত দলীপ ট্রফিতে ভারত এ-এর হয়ে ২ ইনিংসে ৯ উইকেট নিয়ে দলে জায়গা করে নিয়েছেন আকাশদীপ। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের।