ক্যাপ্টেন চাননি, নির্বাচকরাও চাননি। তা সত্ত্বেও ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। চাপে পড়েই নির্বাচকরা হার্দিককে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিতে বাধ্য হয়েছেন, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে দৈনিক জাগরণের রিপোর্টে।
মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নিয়ে হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার ব্যক্তিগত সম্পর্কে যে ফাটল ধরেছে, এতদিনে সেটা স্পষ্ট। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ভারতীয় তারকারা হার্দিককে ক্যাপ্টেন হিসেবে মন থেকে মেনে নিতে পারেননি, এমন গুঞ্জনও শোনা গিয়েছে। এমন অবস্থায় টি-২০ বিশ্বকাপের দলকে যখন নেতৃত্ব দেবেন রোহিত, তিনি চাননি অফ ফর্মে থাকা অল-রাউন্ডারকে নিয়ে মাঠে নামতে।
অজিত আগরকর-সহ জাতীয় নির্বাচকমণ্ডলীও চাইছিল পান্ডিয়াকে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে। তবে সম্ভবত বিসিসিআই কর্তাদের চাপেই হার্দিককে ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে। আসলে রোহিত পরবর্তী সময়ে বিসিসিআই হার্দিক পান্ডিয়াকেই সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে। সেই কারণেই শুধু বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়াই নয়, বরং পান্ডিয়া বিশ্বকাপ দলের ভাইস ক্যাপ্টেন্সিও পেয়ে যান।
আরও পড়ুন:- IPL 2024-এ সব থেকে বেশি শূন্য করেছেন কারা, তালিকায় রয়েছেন রথী-মহারথীরা
শোনা যাচ্ছে যে, বিশ্বকাপের পরেই রোহিত শর্মা টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিতে পারেন। রোহিত জাতীয় দলের টি-২০ জার্সি তুলে রাখলে পান্ডিয়ার হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিতে চান বোর্ড কর্তারা। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের পর থেকে টিম ইন্ডিয়ার দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাটের জাতীয় দল থেকে দূরে ছিলেন। একেবারে শেষ মুহূর্তে ভারতের টি-২০ স্কোয়াডে ফেরেন তাঁরা।
মাঝের সময়টায় রোহিতের অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়াই ভারতীয় দলকে ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেন। সুতরাং, টি-২০ বিশ্বকাপের পরেই হার্দিককে পাকাপাকিভাবে ভারতের টি-২০ ক্যাপ্টেন ঘোষণা করতে পারে বিসিসিআই। সুতরাং, রোহিত যদি সত্যিই বিশ্বকাপের পরে টি-২০ ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, সেখানেও হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার প্রভাব থাকতে পারে।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের মূল স্কোয়াড:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের রিজার্ভ ক্রিকেটারের তালিকা:-
শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।