বাংলা নিউজ > ক্রিকেট > অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ আলাদা: কেন এমন বললেন হরভজন সিং?

অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ আলাদা: কেন এমন বললেন হরভজন সিং?

রোহিত ও ধোনিকে নিয়ে কেন এমন বললেন হরভজন সিং? (ছবি-গেটি ইমেজ)

হরভজন সিং জানিয়েছেন, ‘ধোনি এবং রোহিত দুইজন অধিনায়ক হিসেবে সম্পূর্ণ আলাদা। এম এস ধোনি কখনও কোন একজন ক্রিকেটারের কাছে যেতেন না। তাঁকে সে জিজ্ঞাসা করত না যে তোমার কি ফিল্ড চাই। ও যেটা করবে সেটা হল কোন একজন ক্রিকেটারকে তাঁর যে ভুল হচ্ছে সেই ভুল‌ থেকে তাঁকে শেখানোর চেষ্টা করেন। রোহিত একেবারে অন্যরকম।’

শুভব্রত মুখার্জি:- ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা দুই অধিনায়ক নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। আন্তর্জাতিক স্তর তো বটেই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএলেও তাদের সাফল্য কম নয়। দুই ক্রিকেটার আইপিএলে অধিনায়ক হিসেবে পাঁচটি করে ট্রফি জিতেছেন। মহেন্দ্র সিং ধোনি খেলা ছেড়েছেন দীর্ঘদিন হয়ে গিয়েছে। তাঁর নেতৃত্বে ভারতীয় দল তিন তিনটি আইসিসি ট্রফি (২০০৭ টি-২০ বিশ্বকাপ,২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছে ভারত। 

রোহিত শর্মার নেতৃত্বেও সবেমাত্র টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপের ফাইনালেও রোহিত শর্মার নেতৃত্বে খেলেছে ভারত। দুই অধিনায়কের সাফল্যের শতকরা ভাগও অনেক বেশি। এই দুই অধিনায়ককেই কাছ থেকে দেখেছেন,তাদের সঙ্গে সাজঘর শেয়ার করেছেন ভারতের তারকা অফ স্পিনার হরভজন সিং। সম্প্রতি তিনি এই দুই ক্রিকেটারের অধিনায়কত্ব নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন। অধিনায়ক হিসেবে যে দুই ক্রিকেটার একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা তাও জানিয়ে দিয়েছেন তিনি।

দুই অধিনায়কের অধীনেই যেহেতু হরভজন সিং খেলেছেন তাই তিনি তাদের চিন্তা ধারার প্যাটার্ন থেকে শুরু করে তাদের ম্যাচ রিডিং করার ক্ষমতার বিষয়ে যথেষ্ট অবগত। ভক্তদের আদরের ভাজ্জি চারটি মরশুম মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিত শর্মার নেতৃত্বে খেলেছেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে হরভজন সিংয়ের কেরিয়ারের বেশিরভাগ সময়টা কেটেছে ধোনির অধিনায়কত্বে। ২০১৮ এবং ২০২০ সালেও সিএসকেতে ধোনির নেতৃত্বে খেলেছেন হরভজন সিং। 'ফাইন্ড অ্যা ওয়ে উইথ তরুওয়ার কোহলি' নামক এক পডকাস্টে এই বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন হরভজন সিং। বিস্তারিতভাবে ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন হরভজন সিং।

ওই পডকাস্টে হরভজন সিং জানিয়েছেন, ‘ধোনি এবং রোহিত দুইজন অধিনায়ক হিসেবে সম্পূর্ণ আলাদা। এম এস ধোনি কখনও কোন একজন ক্রিকেটারের কাছে যেতেন না। তাঁকে সে জিজ্ঞাসা করত না যে তোমার কি ফিল্ড চাই। ও যেটা করবে সেটা হল কোন একজন ক্রিকেটারকে তাঁর যে ভুল হচ্ছে সেই ভুল‌ থেকে তাঁকে শেখানোর চেষ্টা করেন। রোহিত একেবারে অন্যরকম অধিনায়ক হিসেবে। ও এগিয়ে যাবে সব ক্রিকেটারের দিকে।তাদেরকে তাদের মতামত জিজ্ঞাসা করবে। কোন ক্রিকেটারের কাঁধে হাত রেখে তাঁকে বুঝিয়ে দেবেন যে ও অধিনায়ক হিসেবে কী চাইছে। সেই আত্মবিশ্বাসটা দেবে যে হ্যা তুমি পারবে।’

ক্রিকেট খবর

Latest News

অবনমন হচ্ছে, সেই ‘লাস্ট বয়’ কলকাতা পুলিশও ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে! মৃন্ময়ী মায়ের শিল্পী থেকে রিকশাচালক- ‘রক্ত-মাংসের দুর্গার’ বিচার চাইছে কলকাতা অহিন্দু, রোহিঙ্গা মুসলিমরা এই গ্রামে ঢুকবেন না, উত্তরাখণ্ডে অবাক করা সাইনবোর্ড আর্যর সঙ্গে প্রেম করছেন ‘মিঠিঝোরা’র আরাত্রিকা? সম্পর্কের কী নাম দিলেন দুজনে? ‘‌উই ডিমান্ড জাস্টিস’‌, স্লোগান পাল্টে রাজপথে নির্যাতিতার বাবার নিশানায় পুলিশ সূর্যর ঘরে বুধের অবস্থান, ৪ রাশিকে থাকতে হবে সতর্ক, আছে অর্থ ক্ষতির আশঙ্কা পাকিস্তানে প্রাকৃতিক গ্যাস ও তেলের বিরাট ভাণ্ডারের সন্ধান, এবার বড়লোক হয়ে যাবে? মায়াঙ্কের পরে এবার শূন্যে উড়ে আবেশের ক্যাচ ধরলেন পন্ত, টেস্টে কামব্যাক পাকা! তিন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর বউবাজার থানায়, সন্দীপ ঘনিষ্ঠরা বেকায়দায় দীপ্সিতা এবার ‘দিদিমণি’, স্কুল খুললেন ফুটপাতে, প্রতিবাদের কলকাতায় নতুন স্বপ্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.