মহম্মদ শামির চোট নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। রোহিত শর্মার অ্যাডিলেড থেকে করা মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে আবার। অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানেই তিনি দাবি করেন সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে হাঁটু ফুলে গিয়েছে শামির। যা শুনে রীতিমতো অবাক বাংলার দলের সদস্যরা। গতব ছর ওডিআই বিশ্বকাপের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তারপর থেকে প্রায় ১ বছর মাঠের বাইরে ছিলেন তিনি। বিদেশে গিয়ে অস্ত্রোপচারও করিয়ে ছিলেন শামি। তারপর আবার হাঁটু ফুলে ওঠে তাঁর। যেই কারণে আরও কয়েকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল শামিকে। এরপর কয়েদিন আগে বাংলার হয়ে বল হাতে কামব্যাক হয় তাঁর। এখন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন তিনি।
তবে রোহিতের মন্তব্যে আবার নতুন করে মহম্মদ শামির ফিটনেস নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার ভারতের টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘শামির উপর নজর রাখা হচ্ছে। শুনেছি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে ওর হাঁটু আবার ফুলে গিয়েছে। এর ফলে টেস্টের প্রস্তুতি নিতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে তার। শামিকে নিয়ে বেশ সতর্ক আমরা। আমরা চাই না ও অস্ট্রেলিয়ায় এসে আবার সমস্যায় পড়ুক। বিষয়টি গুরুতর, তাই আমরা কোনও রকমের তাড়াহুড়ো করতে চাই না। শামি এমন একজন বোলার যাকে আমরা সব সময় দলে পেতে চাইব। কিন্তু এই মুহূর্তে ওর উপর চাপ তৈরি করতে চাই না। ফিজিও এবং ট্রেনাররা তার উপর নজর রাখছে। দেখছে বোলিংয়ের পর শামির অবস্থা কেমন থাকছে। ওদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পেলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। শামির জন্য সব সময় ভারতীয় দলের দরজা খোলা রয়েছে।’
কিন্তু রোহিতের মুখ থেকে এরকম কথা শুনে বেশ অবাক বাংলার টিম ম্যানেজমেন্ট। আসলে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে নিজের বোলিংয়ের সময় ড্রাইভ দিয়ে ফিল্ডিং করেছিলেন শামি। সেই কারণে হাঁটুতে সামান্য আঘাত লেগেছিল, ইম্প্যাক্টের জন্য ফুলে গিয়েছিল সেই স্থান। কিন্তু তা মোটেও চিন্তার মতো কোনও বিষয় নয়। ঘটনার পর ওই ম্যাচেই বল করেছিলেন তিনি। তাহলে রোহিত কীভাবে আঘাত লাগার কথাটা বললেন? সেটাই অবাক করছে বঙ্গ শিবিরকে। তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে কোনও চোট পাননি শামি। শুধুমাত্র ফিল্ডিং করার সময় ইম্প্যাক্টের ফলেই হাঁটু ফুলে গিয়েছিল। যদিও শামির আঘাত লেগেই থাকত তাহলে পরের ম্যাচগুলিতে মাঠে নামলেন কী করে তিনি। বাংলার টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ রয়েছেন শামি। কোনও সমস্যা নেই। এবার দেখার কবে তিনি অজি সফরে ভারতীয় দলের সঙ্গে যোগ দেন।
তারইমধ্যে একটি রিপোর্ট সামনে এসেছে। সূত্র উদ্ধৃত করে দৈনিক জাগরণের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের আগে শামির চোট নিয়ে যা বলেছিলেন রোহিত, তা ভারতীয় ক্যাপ্টেনের সঙ্গে তারকা পেসারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল।
বেঙ্গালুরু টেস্টের আগেই রোহিত বলেছিলেন যে কিউয়ি সিরিজ বা অস্ট্রেলিয়া সিরিজের জন্য শামি ফিট হয়ে উঠবেন কিনা, সেটা বলা কঠিন। কারণ শামির হাঁটু ফুলে গিয়েছে। তার জেরে শামির সেরে ওঠার প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেয়েছে। আর সেই কথায় শামি চটে গিয়েছিলেন বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। সূত্র উদ্ধৃত করে রিপোর্টে জানানো হয়েছে, রোহিতের কথায় চটে গিয়েছিলেন শামি। প্রথম টেস্টের পরে দু'জনের ফের দেখা হয়েছিল। তখন সব ঠিক ছিল।