আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষিত হওয়ার পরে রোহিত শর্মাই ছিলেন অভিজাত তালিকার একমাত্র সদস্য। তবে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হওয়া মাত্রই এটা নিশ্চিত হয়ে যায় যে, এলিট লিস্টে শাকিব আল হাসান যোগ দিচ্ছেন হিটম্যানের সঙ্গে।
২০০৭ থকে ২০২২ পর্যন্ত মোট ৮টি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত। এপর্যন্ত বিশ্বের দু'জন মাত্র ক্রিকেটার ৮টি বিশ্বকাপেই অংশ নিয়েছেন। একজন হলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্যজন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। রোহিত শর্মা ও শাকিব আল হাসান নিজ নিজ দেশের হয়ে এবারও টি-২০ বিশ্বকাপ খেলতে নামবেন। সুতরাং, দুই তারকা ৯টি টি-২০ বিশ্বকাপেই অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন।
সব থেকে বেশি টি-২০ বিশ্বকাপে মাঠে নামা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডোয়েন ব্র্যাভো। মাহমুদুল্লাহ ও ওয়ার্নার চলতি বিশ্বকাপেও মাঠে নামবেন। সুতরাং, এটি হতে চলেছে তাঁদের কেরিয়ারের ৮ নম্বর টি-২০ বিশ্বকাপ।
সব থেকে বেশি টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছেন বা নিতে চলেছেন যাঁরা:-
১. রোহিত শর্মা- ৯টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
২. শাকিব আল হাসান- ৯টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
৩. মাহমুদুল্লাহ- ৮টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২৪)।
৪. ডেভিড ওয়ার্নার- ৮টি (২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
৫. ক্রিস গেইল- ৭টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ও ২০২১)।
৬. ডোয়েন ব্র্যাভো- ৭টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬, ও ২০২১)।
৭. মুশফিকুর রহিম- ৭টি (২০০৭, ২০০৯, ২০২১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।
স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন রোহিত ও শাকিব। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। তিনি ২০ ওভারের বিশ্বকাপের ৩৯টি ম্যাচ খেলেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিব আল হাসান। শাকিব টি-২০ বিশ্বকাপের ৩৬টি ম্যাচে মাঠে নেমেছেন।
টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত (৯৬৩ রান)। টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন শাকিব (৪৭টি উইকেট)।