অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেই ‘আক্রমণের’ মুখে পড়লেন রোহিত শর্মা। তবে অজি বোলারদের নয়, অ্যাডিলেডে মাছি ‘আক্রমণের’ মুখে পড়লেন ভারতের অধিনায়ক। তবে বেশিক্ষণ তাঁকে জ্বালায়নি মাছি। হাত দিয়ে মাছ সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারইমধ্যে টস করেন ভারতীয় অধিনায়ক। আর টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আগে যেমন জানিয়েছিলেন, সেরকমভাবেই ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে নেমেছেন কেএল রাহুল। আর টেস্টের প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন যশস্বী। উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। যে স্টার্ককে পার্থে যশস্বী বলেছিলেন যে 'আস্তে বল করছো।' আর অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই সেই যশস্বীকে আউট করে দিয়েছেন অজি পেসার। তারপরই আগ্রাসী উচ্ছ্বাসে ফেটে পড়েন।
পার্থের প্রথম একাদশে ৩ পরিবর্তন ভারতের
এমনিতে পার্থের প্রথম একাদশ থেকে তিনটি পরিবর্তন করেছে ভারত। দলে ফিরেছেন রোহিত শর্মা, শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিন। বাদ পড়েছেন দেবদূত পাডিক্কাল, ধ্রব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। অনেকে ভেবেছিলেন যে আকাশদীপকে খেলানো হবে। কারণ তিনি গোলাপি বলে অনেক বেশি খেলেছেন। তিনি যেমন বল করেন, তা গোলাপি বলের সঙ্গে খাপও খায়। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট হর্ষিত রানার পক্ষেই গিয়েছে।
আরও পড়ুন: IND vs AUS 2nd Test Day 1 Live: শুরুতেই ধাক্কা, ম্যাচের প্রথম বলেই আউট যশস্বী
অর্থাৎ অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশে আছেন - কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশকুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা।
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, দাবি রোহিতের
টসের পরে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'পিচটা দেখে ভালো মনে হচ্ছে। এই মুহূর্তে দেখলে পিচ কিছুটা শুষ্ক মনে হচ্ছে। পিচে যথেষ্ট পরিমাণে ঘাসও আছে। আমার মনে হয়, পেসারদের জন্য ভালো বাউন্স থাকবে। আর যত ম্যাচ এগোবে, তত ব্যাটিংয়ের জন্য ভালো হবে। প্রত্যেকের জন্যই এই পিচে কিছু না কিছু আছে।' সেইসঙ্গে রোহিত বলেন, 'আমি মিডল অর্ডারেই ব্যাটিং করব। যা কিছুটা আলাদা। কিন্তু আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।'
কিন্তু টসে জেতার পরে কেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একাংশের বক্তব্য, রোহিত নিজেই বললেন যে শুরুতে পেসাররা সুবিধা পাবেন। তাহলে কেন প্রথমে ব্যাটিং নিলেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে যে ভুলটা করেছিলেন, আজও কি সেটাই করলেন? যদিও অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়া যে সাতটি টেস্টে জিতেছে, তার প্রতিটিতেই প্রথমে ব্যাটিং করেছে। আর পার্থেও ভারত যখন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তখন প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথু হেডেনের মতে, ভারত ঠিক সিদ্ধান্ত নিয়েছে।