ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামে শুক্রবার। রোহিত শর্মা, গৌতম গম্ভীর জুটির ছিল এটাই প্রথম ম্যাচ। সেখানে বোলারার ভালোই পারফর্ম করল জাতীয় দলের হয়ে। টি২০ সিরিজের ফর্ম একদিনের সিরিজেও দেখালেন মহম্মদ সিরাজ, আর্শদীপ সিংরা। শ্রীলঙ্কা শিবির প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে করে ৮ উইকেটে ২৩০ রান, দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং অক্ষর প্য়াটেল। একটি করে উইকেট নেন সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব এবং ওয়াসিংটন সুন্দর। ব্যাট করতে নেমে টি২০ স্টাইলে খেলতে দেখা যায় রোহিত শর্মাকে, করেন অর্ধশতরান। সেই সঙ্গেই গড়ে ফেললেন এই নজির…
আরও পড়ুন-'সবে অধিনায়কত্বের দায়িত্বে এসেছে', এখনই সূর্যকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন না রোহিত…
হিটম্যানের জ্বলে ওঠার দিন ব্যাটে বড় রান পাননি বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপের ফর্মই যেন লেগে রয়েছে তাঁর ব্যাটে। টি২০ বিশ্বকাপ ফাইনালে রান পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে করলেন মাত্র ২৪ রান। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা নিরাশ করলেন না। তিনি করলেন ৪৭ বলে ৫৮ রান। ইনিংসে ছিল ৩টি ওভারবাউন্ডারি এবং সাতটি বাউন্ডারি। টি২০ খেলছিলেন না ওডিআই খেলছিলেন, বোঝা যাচ্ছিল না হিটম্যানকে দেখে। যদিও ১৩২ রানের মধ্যে ভারতের ৫ উইকেট পড়ে যাওয়ায় সামান্য চাপে পড়ে যায় টিম ইন্ডিয়াও। এরই মধ্যে সচিন, সেহওয়াগদের সঙ্গে এলিট লিস্টে ঢুকে পড়লেন রোহিত শর্মা।
আরও পড়ুন-১৯৯৭ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ জয়! ২৭ বছর ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ জেতেনি শ্রীলঙ্কা!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গেই ভারতীয় ওপেনার হিসেবে রোহিত ঢুকে পড়লেন সেহওয়াগ এবং সচিনের ক্লাবে। এর আগে বীরু এবং মাস্টার ব্লাস্টারের ওপেনিংয়ে ছিল ১৫ হাজার রান, এবার রোহিত শর্মাও ঢুকে পড়লেন ওপেনিংয়ে ১৫ হাজার রানের ক্লাবে। ২০১৩ সাল থেকে মহেন্দ্র সিং ধোনির পরামর্শে ওপেনিং শুরু করেন হিটম্যান। এরপর ২০১৭ সালে ভারতের সহ অধিনায়ক হন, ২০২১ সালে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর দেশকে এনে দেন টি২০ বিশ্বকাপ। ওপেনার হিসেবে গত ওডিআই বিশ্বকাপ হোক বা টি২০ বিশ্বকাপ, রোহিতের পারফরমেন্স যথেষ্টই ভালো। এবার সচিন, সেহওয়াগের সঙ্গেও ভারতীয়দের মধ্যে একই আসনে ক্লাবে ঢুকে পড়লেন হিটম্যান।
আরও পড়ুন-চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলে ফেরা কঠিন! বাংলা থেকেই লড়াই শুরু করতে চান শামি…
ওপেনার হিসেবে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান রয়েছে বীরেন্দ্র সেহওয়াগের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে করেছেন ১৬১১৯ রান। সচিন তেন্ডুলকর ওপেনিংয়ে করেছেন ১৫৩৩৫ রান। এই তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার সনথ জয়সূর্য, ওপেনার হিসেবে তাঁর রান ১৯২৯৮ রান।