চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে এবারের ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনে শুরুটা ভালো না করলেও দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারতই। তবে এদিন মাঠের থেকেও মাঠের বাইরের একটি দৃশ্য নজর কাড়ল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা নাকি মারছেন শুভমন গিলকে! আর হাসছেন বিরাট কোহলি এবং কোচ গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়ো। যদিও নেহাতই মজা করছিলেন রোহিত।
নেট দুনিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে আকাশদীপ এবং রবিচন্দ্রন অশ্বিন তখন ব্যাট করছেন। ড্রেসিংরুমের বারান্দায় বসে আছেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি সহ অন্যান্যরা। সেই সময় রোহিত এবং গিল নিজেদের মধ্যে কিছু কথা বলছিলেন। তখন হঠাৎ হাত দিয়ে গিলের থুতনিতে আঘাত করেন রোহিত। ব্যথার অভিনয় করেন গিল। আর তখনই পাশ থেকে বিরাট জানান ক্যামেরা তাঁদের দিকেই করা রয়েছে। এরপরই হেসে ফেলেন বিরাট-রোহিত-গিল। লজ্জায় মুখ লোকাতেও দেখা যায় হিটম্যানকে। এমনকী এই কাণ্ড দেখে নিজের হাসি চাপতে পারলেন না কোচ গৌতম গম্ভীর। তবে নেহাতই খুনসুটি করছিলেন হিটম্যান। এর আগেও এমন নানা মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে রোহিতের।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শুরুর দিকে কিছুটা ব্যাকফুটে ছিল ভারত। হাসান মাহমুদের দুরন্ত বোলিংয়ের কাছে দাঁড়াতেই পারেননি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে দিনের শেষে অশ্বিন এবং জাদেজার কাঁধে ভর করে ৩০০ রান পেরিয়ে যায় ভারতের। দ্বিতীয় দিনে অবশ্য তেমন বড় কোনও রান যোগ হয়নি স্কোরবোর্ডে। প্রথম ইনিংসে ভারত ১০ উইকেট হারিয়ে ৩৭৬ রান করে। তবে ভারতের বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষের আগেই ১৪৯ রানে অলডাউন হয়ে যান শাকিবরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। দিনের শেষে তাদের স্কোর ৮১/৩। অপরাজিত রয়েছেন শুভমন গিল এবং ঋষভ পন্ত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রোহিত-বিরাট।