বৃষ্টির জন্য ইডেন গার্ডেন্সে এখনও শুরু হয়নি ম্যাচ। তারইমধ্যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ড্রেসিংরুমে ঢুকে রোহিত শর্মাকে আড্ডা দিতে দেখা গেল। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষত কেকেআর ফ্যানদের একাংশ তো দুইয়ে দুই চার করতে শুরু করে দিয়েছেন। তাঁদের আশা, আগামী বছর কেকেআরে আসবেন ‘ক্যাপ্টেন’ রোহিত। কেউ-কেউ তো বলতে শুরু করে দিয়েছেন, ইডেনে কেকেআরের ড্রেসিংরুমে বসে ২০২৫ সালের জন্য স্ট্র্যাটেজি তৈরি ফেললেন রোহিত। একজন তো আবার বলে দিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের জন্য ইতিমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছেন রোহিত। কেকেআরের অধিনায়ক হিসেবে ২০২৫ সালের আইপিএল জিতবেন।’
২০২৫ সালে সত্যিই বেগুনি-সোনালি জার্সি পরবেন রোহিত?
সেটা আদৌও হবে কিনা, তা সময় বলবে। কারণ আগামী বছর আইপিএলের আগে মেগা নিলাম আছে। রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্স যদি তাঁকে রিটেন করে (রোহিত যদি চান), তাহলে তো নিলামে তাঁর নাম থাকবে না। যদি রোহিতকে ছেড়ে দেয় মুম্বই, তাহলেও নিলাম থেকে ভারতীয় ক্যাপ্টেনকে দলে নেওয়ার কাজটা সহজ হবে না কেকেআরের পক্ষে। কারণ নিশ্চিতভাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি চাইবে যে রোহিত তাদের দলেই জার্সি পরুন।
KKR ফ্যানদের ‘ক্যাপ্টেন’ রোহিত
সেইসব অবশ্য কিছু ভাবতে রাজি নন কেকেআর ফ্যানরা। বরং কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের রসায়ন এবং 'ক্যাপ্টেন'-কে যেভাবে নাইট ব্রিগেড সম্মান প্রদর্শন করেছে, তাতে কোনও বাধাই তাঁকে 'নাইট' হওয়া থেকে আটকাতে পারবে না বলে মনে করছেন তাঁরা। যে রোহিত নিজে একটা সময় বলেছিলেন, মুম্বই ছাড়া আইপিএলে তিনি যে দলে খেলতে পারেন, সেটা হল কেকেআর। কারণ ইডেন হল তাঁর লাকি মাঠ।
আরও পড়ুন: IPL 2024: এটাই তো আমার শেষ… ভাইরাল হচ্ছে রোহিত-অভিষেকের কথোপকথন! দেখুন KKR-এর ডিলিট করা সেই ভিডিয়ো
রোহিতের সেই প্রিয় ইডেনে কেকেআরের ড্রেসিংরুমে গিয়ে তিনি আড্ডা দেওয়ায় এক নেটিজেন বলেন, ‘শুধু দেখুন যে কীভাবে ক্যাপ্টেন রোহিত শর্মার কথা শুনছেন সবাই। ওঁদের চোখে রোহিত শর্মা যেন ভগবান। উনি পরেরবার কেকেআরে যাচ্ছেন।’ রোহিতের সঙ্গে মণীশ পাণ্ডে, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার, কেএস ভরত, সহকারী কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ ভরত অরুণদের দেখা গিয়েছে।
রোহিতের ভাইরাল ভিডিয়ো
রোহিতকে যখন কেকেআরের ড্রেসিংরুমে ঢুকে আড্ডা দিতে দেখা গিয়েছে, তার একদিন আগে তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিয়ো কেকেআরের তরফে ডিলিট করে দেওয়া হয়। ওই ভিডিয়োয় রোহিতকে বলতে শোনা যায়, ‘প্রতিটা জিনিস পালটে যাচ্ছে। ওটা ওদের উপর...যাই হোক না কেন, এটা তো আমার বাড়ি ভাই। ওই যে মন্দিরটা আছে না, ওটা আমি বানিয়েছি। ভাই, আমার কী। এটা তো আমার শেষ।’
আরও পড়ুন: T20 World Cup-এ বিরাট কোহলির ওপেন করা উচিত,রোহিতদের বড় বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের