বাজে শট খেলে আউট হয়েছেন। তবে তিনি যে আক্রমণাত্মক ছন্দে খেলার চেষ্টা করছিলেন, তাতে কোনও ভুল ছিল না বলে স্পষ্ট করে দিলেন রোহিত শর্মা। রবিবার ওয়াংখেড়ে টেস্টে লজ্জাজনক হারের পরে ভারতীয় অধিনায়ক জানান, আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছেন বটে। সেটা স্বীকার করে নিচ্ছেন। ওরকম শট খেলেই রান এলে সকলে ধন্য-ধন্য করতেন। কিন্তু এখন সাফল্য না আসায় সকলে ওই আক্রমণাত্মক মনোভাব নিয়ে প্রশ্ন তুলছেন বলে দাবি করেন রোহিত। সেইসঙ্গে তিনি দাবি করেন, নিজের ডিফেন্সের উপরে আস্থা নেই বলে যে আক্রমণাত্মক খেলছেন, সেটা মোটেও নয়।
‘রান তোলার চেষ্টাও করতে হয়’, দাবি রোহিতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পরে নিজের আক্রমণাত্মক মনোভাবের হয়ে সওয়াল করে রোহিত বলেন, ‘যখন এরকম একটা লক্ষ্যমাত্রা তাড়া করতে হয়, তখন রান তোলার চেষ্টাও করতে হয়। সেটাই আমার মাথায় ছিল। কিন্তু সেই পরিকল্পনাটা শুধু সফল হয়নি। যখন সেটা সফল হয় না, তখন বিষয়টি দেখতে ভালো লাগে না। আমি ব্যাট করতে যাওয়ার সময় কয়েকটি নির্দিষ্ট উপায় এবং পন্থা নিয়ে যাই। কখনও কখনও সেটা সফল হয় না। আর এই সিরিজে সেটা কাজে দেয়নি। যেটার কারণে আমি খুব হতাশ।’
পুরো সিরিজেই ব্যর্থ হয়েছেন রোহিত
আর রোহিত সত্যিই নিউজিল্যান্ডের বিরুদ্ধে যা খেলেছেন, তাতে হতাশ হওয়ারই কথা। দু'রান, ৫২ রান, শূন্য, আট রান, ১৮ রান এবং ১১ রান করেন ভারতীয় অধিনায়ক। অর্থাৎ তিনটি টেস্ট মিলিয়ে ৯১ রান করেন। অত্যধিক আক্রমণাত্মক হতে গিয়ে বারবার আউট হয়ে গিয়েছেন।
ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় ইনিংসেও একই কাজ করেন ভারতীয় অধিনায়ক রোহিত। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য মাত্র ১৪৭ রানের লক্ষ্যমাত্রা ছিল। সেটা তাড়া করতে নেমে বাজে শট খেলে আউট হয়ে যান। পুল করার মতো বল ছিল না। সেটা করতে গিয়েই ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। সেখান থেকেই ভারতীয় ইনিংসে ধস নামে। শেষপর্যন্ত ২৫ রানে হেরে যায় ভারত।
'এখানে কীভাবে সবকিছু চলে, সেটা জানি'
আর তারপর সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘আমি একটা বাজে শট খেলেছি। হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে আমার কোনও আফসোস নেই। এভাবে খেলেই অতীতে আমি অনেক সাফল্য পেয়েছি। আমি সেই স্টাইলে খেলা চালিয়ে যেতে থাকব। মাঝেমধ্যেই আমি খতিয়ে দেখি যে ব্যাটার হিসেবে কীভাবে এগিয়ে যেতে হবে। আর আমি জানি, এখানে কীভাবে সবকিছু হয়। যখন জিনিসপত্র ঠিকঠাক হয় না, তখন প্রশ্ন তোলা হয়। যখন ঠিকঠাক হয়, তখন কোনও প্রশ্ন তোলা হয় না।’