টি-২০ ক্রিকেটকে এখনও মিস করেন রোহিত শর্মা? সম্প্রতি তাঁকে এই প্রশ্ন করেন এক পাপারাজ্জি। মজার উত্তর দিলেন হিটম্যান, নেট দুনিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো। রবিবার থেকে শুরু হয় ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ। এই সিরিজে নেই রোহিত শর্মা। শুধু তিনি নন, খেলছেন না বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। জুন মাসে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন এই ৩ সিনিয়র ক্রিকেটার। যদিও এখনও তাঁদের ফ্যানরা টি-২০ ক্রিকেটে তাঁদের মিস করেন। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে প্রায়ই পোস্ট লক্ষ্য করা যায়। তবে ৩ জনই স্পষ্ট করেছিলেন, নতুনদের জায়গা করে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিয়ো। যেখানে এক পাপারাজ্জিকে রোহিতকে উদ্দেশ্য করে বলতে দেখা যায়, ‘দাদা তোমায় টি-২০ ক্রিকেটে খুব মিস করছি’। জবাবে রোহিতকে হেসে বলতে শোনা যায়, ‘অনেক হয়েছে’। হিটম্যান তাঁর উত্তরে বুঝিয়ে দেন তিনি এখন আর টি-২০ ক্রিকেট নিয়ে ভাবছেন না।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে রোহিতের রেকর্ড কিন্তু চোখে পড়ার মতো। দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জেতা ছাড়াও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও অনেক সাফল্য রয়েছে তাঁর। রোহিতের নেতৃত্বে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয় এমআই। আইপিএলে এখনও পর্যন্ত ২৫৭টি ম্যাচ খেলেছেন রোহিত। রান করেছেন ৬৬৮২, গড় ২৯.৭২ এবং সর্বোচ্চ রান ১০৯। অন্যদিকে দেশের হয়ে ১৫৯টি টি-২০ ম্যাচ খেলেছেন রোহিত। রান করেছেন ৪২৩১, গড় ৩২.০৫ এবং সর্বোচ্চ রান ১২১ নট আউট।
তবে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও দেশের হয়ে টেস্ট এবং ওডিআই ম্যাচ খেলবেন রোহিত শর্মা। চলতি বাংলাদেশ সিরিজের টেস্ট ম্যাচেও তিনি অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জয় পায় ভারত। কানপুরে দ্বিতীয় টেস্টেও ৭ উইকেটে জয়ী হন রোহিতরা। তবে দুই টেস্টেই ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা। সেই ভাবে বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি।
এর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তারপর উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে ৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। গুরুত্বপূর্ণ সেই সিরিজের আগে রোহিতের ব্যাটে রান পাওয়া দলের জন্য জরুরি।