বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN: বিশ্বকাপের জন্য দেখে নিতে চাইছিলাম, কিন্তু এরকম খেলা...বাংলাদেশের কাছে হেরে বিরক্ত রোহিত

IND vs BAN: বিশ্বকাপের জন্য দেখে নিতে চাইছিলাম, কিন্তু এরকম খেলা...বাংলাদেশের কাছে হেরে বিরক্ত রোহিত

রোহিত শর্মা। ছবি-এএফপি (AFP)

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে হার। ম্যাচ হেরে বেজায় বিরক্ত রোহিত। তবে প্রশংসা করলেন গিল এবং অক্ষরের।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে আজ অর্থাৎ শুক্রবার মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ। এই ম্যাচ দুই দলের কাছেই নিয়মরক্ষার ছিল। কারণ গত ম্যাচ জিতেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশও পরপর ম্যাচ হেরে বিদায় নিয়েছে। তাই এদিনের ম্যাচ দুই দলের কাছেই ছিল নিয়মরক্ষার। ঠিক সেই কারণে এদিন দলে একাধিক পরিবর্তন আনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে ছিলেন না বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহও।

দীর্ঘ ১১ বছর এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় দলকে। শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি রোহিতের দল। প্রথম থেকেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। তবে শুভমন গিল দুর্দান্ত ইনিংস খেলেন। ব্যাট হাতে তিনি ১৩৩ বলে ১২১ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও অক্ষর প্যাটেল ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। কিন্তু শেষ পর্যন্ত ভারতকে হারতে হয় ৬ রানে।

বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের টার্গেট পার করতে পারল না টিম ইন্ডিয়া। মাত্র ২৫৯ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ম্যাচ শেষে কিছুটা হলেও হতাশ রোহিত। তবে গিল এবং অক্ষরের প্রশংসা করতে ভুললেন না ভারত অধিনায়ক। ম্যাচ শেষে তিনি জানান, 'বিশ্বকাপের মাথায় রেখে আমরা ছেলেদের কিছু খেলার সময় দিতে চেয়েছিলাম। আমরা কীভাবে এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম তা নিয়ে আপোস করছি না। বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে এমন কিছু ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছি।'

রোহিত আরও জানান, 'অক্ষর দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু শেষ করতে পারেনি। খুব ভালো ইনিংস খেলার চেষ্টা করেছে। কিন্তু কিছু করার নেই। বাস্তব আমাদের সবাইকেই মেনে নিতে হবে। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের। ভুলে গেলে চলবে না, গিলের সেঞ্চুরি ছিল দুর্দান্ত। ও জানে কিভাবে সে খেলতে হবে। ও দলের জন্য কী করতে চায় তা সবার কাছে বেশ পরিষ্কার। গত বছরের ওর ফর্ম দেখলে আরও পরিস্কার হয়ে যাবে। নতুন বলের বিরুদ্ধে বেশ শক্ত। সত্যিই কঠিন কাজ করে। ওর ইনিংস সব সময়ে আমাদের সাহায্য করে। আজও সাহায্য করেছে, তবে আমরা জিততে পারিনি এটাই মেনে নিতে হবে। তবে আমি ছেলেদের খেলায় খুশি।'

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

ক্রিকেট খবর

Latest News

মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা ভেজা জামাকাপড়ে স্বস্তিতে থাকতে পারছে না জুনিয়র ডাক্তাররা, হাত বাড়াল শহরবাসী বিপর্যয়ের ৪২ দিন পর বিদ্যুৎ ফিরল হিমাচলের গ্রামে, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ বাবা, ভাই, প্রেমিকাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে গঙ্গায় ঝাঁপ যুবকের, মেলেনি দেহ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.