অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্টের আগে ওয়ার্ম আপ ম্যাচে গোলাপি বলের টেস্টে প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হলেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়সী ভারত অধিনায়ক ক্যানবেরার মানুকা ওভালে বড় রান পেলেন না। এটাই ছিল এবারের অস্ট্রেলিয়া সফরে রোহিতের শর্মার প্রথম ম্যাচ, যদিও বেসরকারি। তবু রান না পাওয়ায় চিন্তা থেকেই গেল।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
লোকেশ রাহুল-যশস্বী জয়সওয়াল জুটি ছন্দে-
পার্থ টেস্টে লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে দুরন্ত বোঝাবুঝি লক্ষ্য করা গেছিল। দ্বিতীয় ইনিংসে ২০১ রানের ওপেনিং স্ট্যান্ডের সৌজন্যেই ভারতীয় দল ২৯৫ রানে ম্যাচ জেতে অজিদের বিরুদ্ধে। ১৫০র ওপর রান করেছিলেন যশস্বী জয়সওয়াল, আর লোকেশ রাহুল করেছিলেন ৭৭ রান। সেই কারণেই অ্যাডিলেড টেস্টের আগে রাহুল-যশস্বী জুটিকে ভাঙতে চাননি রোহিত। ওয়ার্ম আপ ম্যাচেও লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল জুটি ৭৫ রান করলেন, কিন্তু রোহিত ব্যর্থ হলেন।
আউট সাইড এজ লেগে আউট রোহিত-
রাহুল রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরার পর রোহিত শর্মা চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন। রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ানরা স্বাগত জানান পরপর শট বল দিয়ে। যদিও তাতে তিনি খুব বেশি বিচলিত হননি। তবে ভারতীয় ইনিংসের ২১তন ওভারে চার্লি অ্যান্ডারসনের বাইরের বলে শট খেলতে গিয়ে আউটসাইড এজ লাগে এবং তা সরাসরি ফার্স্ট স্লিপের হাতে চলে যায়।
চার নম্বরে ব্যর্থ রোহিত শর্মা-
রোহিতের এই পারফরমেন্স ওয়ার্ম আপ ম্যাচেও চিন্তায় রাখবে ভারতীয় দলকে। কারণ অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়া নিজেদের সেট হয়ে যাওয়া ওপেনিং কম্বিনেশন ধরে রাখবে, না রোহিত শর্মমার জন্য ওপেনিং পেয়ারে বদল হবে। এবং লোকেশ রাহুলের পরিবর্তে রোহিত ওপেনিং করবেন, সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ রোহিত শর্মা ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়া সফরের পর থেকে আর ওপেনিং ছাড়া সেভাবে ব্যাটিং করেননি। ৬ নম্বরে নেমে সেবার মেলবোর্ন এবং অ্যাডিলেডে রোহিত করেছেন ৩৭, ১, ৬৩ এবং ৫ রান দুই ম্যাচে।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
রোহিতের প্রত্যাবর্তন, চিন্তায় ভারত-
ভারতীয় দলের সমস্যার কারণ হতে চলেছে রোহিতের ব্যাটিং অর্ডার। যদি পার্থের ওপেনিং কম্বিনেশনেই লেগে থাকে ভারত, সেক্ষেত্রে রোহিতকে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে হতে পারে। কারণ তিনে শুভমন গিল এবং চার বিরাট কোহলি পাকা। শুভমন গিল ওয়ার্ম আপ ম্যাচেও খেলেছেন, তাঁর আঙুলের চোটও অনেকটা ঠিক হয়েছে। সেক্ষেত্রে ধ্রুব জুরেলকে বসতে হবে, তাঁর পরিবর্তে রোহিত আসবেন। মাত্র ১৬বার রোহিত পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন। সেখানে ৪৩৭ রান করেছেন তিনি, রয়েছে তিনটি অর্ধশতরান। আর ৬ নম্বরে ব্যাট করে রোহিতের রয়েছে ১০৩৭ রান ২৫ ইনিংসে, রয়েছে তিনটি শতরান এবং ছয়টি অর্ধশতরান।