প্রথম ইনিংসে খোলস ছেড়ে বেরোনোর আগেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রোহিত শর্মাকে। যশস্বী জসওয়ালও প্রথম ইনিংসে জড়তা কাটানোর আগেই আউট হয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় ইনিংসে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন রোহিত। যদিও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেট হয়েও উইকেট দিয়ে আসেন হিটম্যান।
দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে উমর নাজিরের দ্বিতীয় বলে বোলারের হাত থেকে জীবনদান পান রোহিত শর্মা। যদিও ফলো-থ্রুয়ে সেই ক্যাচ ধরা নিতান্ত কঠিন ছিল। জীবনদান পাওয়ার পরেই ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত। উমরের সেই ওভারেই ১টি ছক্কা ও ২টি চার মারেন হিটম্যান। পঞ্চম ওভারে আকিব নবির বলে ফের একটি দুর্দান্ত ছক্কা হাঁকান রোহিত।
দশম ওভারে যুধবীর সিংয়ের বলও গ্যালারিতে ফেলেন তিনি। অর্থাৎ, জম্মু-কাশ্মীরের প্রধান তিন বোলারকেই ছক্কা মারেন ভারত অধিনায়ক। শেষমেশ ইনিংসের ১৩.৪ ওভারে যুধবীর সিংয়ের বলে আউট হয়ে মাঠ ছাড়েন রোহিত। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ২৮ রান করে আবিদ মুস্তাকের হাতে ধরা পড়েন হিটম্যান।
সেট হয়ে উইকেট দিয়ে আসেন যশস্বী জসওয়ালও। তিনি ৫১ বলে ২৬ রান করে যুধবীর সিংয়ের দ্বিতীয় শিকার হন। হাসানের হাতে ধরা পড়ার আগে ৪টি চার মারেন যশস্বী। তিন নম্বরে ব্যাট করতে নামা হার্দিক তামোরে ১ রান করে উমর নাজিরের বলে বোল্ড হন। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে।
প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে মুম্বই
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। তারা প্রথম দিনে ৩৩.২ ওভারে মাত্র ১২০ রানে অল-আউট হয়ে যায়। যশস্বী ৪, রোহিত ৩, শ্রেয়স ১১ ও রাহানে ১২ রান করে আউট হন। শার্দুল ঠাকুর ৫১ রান করেন। জম্মু-কাশ্মীরের উমর নাজির ও যুধবীর সিং ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন আকিব নবি।
আরও পড়ুন:- Ranji Trophy: একজনের বয়স ১৮, অন্যজনের ২০, রঞ্জিতে দাপুটে শতরান CSK-র দুই উঠতি তারকার
পালটা ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর তাদের প্রথম ইনিংসে ২০৬ রান তোলে। তারা ৪১.৩ ওভার ব্যাট করে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে মুম্বইয়ের থেকে ৮৬ রানের লিড নেয় তারা। শুভম খাজুরিয়া ৫৩, আবিদ মুস্তাক ৪৪ ও আবদুল সামাদ ১৯ রান করেন। মুম্বইয়ের মোহিত আবস্তি প্রথম ইনিংসে ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন শামস মুলানি ও শার্দুল ঠাকুর। ১টি উইকেট নেন শিবম দুবে।