বাংলা নিউজ > ক্রিকেট > T20 WC: রোহিতের সঙ্গে মাঠে হাত মেলাতে এসে মার্কিন পুলিশের হাতে বেধড়ক মার খেলেন সমর্থক, আঁতকে উঠলেন ভারত অধিনায়ক- ভিডিয়ো

T20 WC: রোহিতের সঙ্গে মাঠে হাত মেলাতে এসে মার্কিন পুলিশের হাতে বেধড়ক মার খেলেন সমর্থক, আঁতকে উঠলেন ভারত অধিনায়ক- ভিডিয়ো

রোহিতের সঙ্গে মাঠে হাত মেলাতে এসে মার্কিন পুলিশের হাতে বেধড়ক মার খেলেন সমর্থক, আঁতকে উঠলেন ভারত অধিনায়ক।

Rohit Sharma Fan Breaches Security: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে, যখন বাংলাদেশ ভারতের দেওয়া ১৮৩ রান তাড়া করছিল। একজন রোহিত-ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েন মাঠে। তিনি মাঠে ঢুকেই ভারত অধিনায়কের সঙ্গে তাঁকে করমর্দন করতে ছোটেন। তবে এর পরেই নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে মাঠে ফেলে বেধড়ক পেটান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রস্তুতি ম্যাচেই। শনিবার নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার এক ভক্ত যাবতীয় নিরাপত্তার বেষ্ঠনী টপকে ঢুকে পড়েছিলেন মাঠে। তাঁর লক্ষ্য ছিল, শুধু তাঁর স্বপ্নের ক্রিকেটার রোহিতের সঙ্গে একবার দেখা করা।

তবে এই ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যেখানে বিশ্বকাপের ম্যাচে জঙ্গি হামলার হুমকি রয়েছে, সেখানে এমন ঢিলেঢালা নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: শুধু প্লেয়াররা নন, চাপে থাকেন বিরাট, রোহিতের স্ত্রীরাও- ICC ট্রফির খরা কাটাতে T20 World Cup-এর আগে বড় পরামর্শ সৌরভের

ঠিক কী ঘটেছে?

ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে, যখন বাংলাদেশ ভারতের দেওয়া ১৮৩ রান তাড়া করছিল। রোহিত-ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েন মাঠে। তিনি মাঠে ঢুকেই সোজা দৌড় লাগান রোহিতের দিকে। ভারত অধিনায়কের সঙ্গে তাঁকে করমর্দন করতে দেখা যায়। তবে সেই সময়েই মাঠে ছুটে আসেন নিরাপত্তরক্ষীরাও। এর পরে তাঁকে রোহিতের থেকে আলাদা করে মাঠে ফেলে দিয়ে চেপে ধরে, বেধড়ক পেটাতে থাকে মার্কিন পুলিশ।

আরও পড়ুন: জন্মদিনের দিনই আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটের মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক

অস্বস্তিতে পড়ে যান রোহিত

রোহিত অবশ্য এই ঘটনাটি দেখে তীব্র অস্বস্তিতে পড়ে যান। একটি অপ্রীতিকর ঘটনাই ঘটে। রোহিত নিরাপত্তারক্ষীদের কঠোর হতে বারণ করেন। তার পরেও সেই ভক্তকে হাতকড়া পরিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এভাবে সেই ভক্তকে চেপে ধরে পেটানোর বিষয়টি ভালো লাগেনি রোহিতের। তিনি কিন্তু সেই জায়গা থেকে না নড়ে, নিরাপত্তারক্ষীদের অনুরোধ করে যান, এতটা কড়া না হওয়ার জন্য। সেই ভক্তকে ভালো ভাবেই মাঠের বাইরে নিয়ে যেতে বলেন তিনি।

ম্যাচ বন্ধ থাকে কিছুক্ষণ

এই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। এটি প্রথম বার নয় যে, ভক্তরা মাঠে ঢুকে পড়েছেন। এমন ঘটনা আকছার ঘটে। ক্রিকেট তারকাদের সঙ্গে দেখার করার অভিপ্রায় নিয়ে প্রায়ই মাঠে ঢুকে পড়েন ভক্তরা। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো স্টলওয়ার্টরা প্রায়শই ম্যাচ চলাকালীন ভক্তদের এমন আচরণের মুখোমুখি হয়ে থাকেন। তবে পুলিশ এতটাও কড়া হয় না সাধারণত, যতটা শনিবার মার্কিন পুলিশরা হয়েছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু… রোহিতদের কোন বিষয়ে সতর্ক করলেন সৌরভ?

ম্যাচের ফল

নিউইয়র্কে বিশ্বকাপের মহড়ায় সফল হয়েছে ভারতীয় দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়ে দেন টিম ইন্ডিয়া। তবে এদিন ভারত আসলে দলের কম্বিনেশন ঠিক করে নিতে চেয়েছিল। বিরাট কোহলি ছাড়া দলের ১৪ জনকেই প্র্যাকটিস ম্যাচে রেখেছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে সফল ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া।‌ ৩২ বলে ৫৩ করে রিটায়ার্ড আউট হয়েছেন ঋষভ। হার্দিক আবার ২৩ বলে অপরাজিত ৪০ করেছেন। বল হাতে জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ সিং এবং শিবম দুবে। উইকেট পান জসপ্রীত বুমরাহ,‌ হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলও। ভারতের দেওয়া ১৮৩ রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪০ করেন মাহমুদুল্লাহ। এছাড়া ২৮ করেছেন শাকিব। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাননি।

ক্রিকেট খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীন এই চার রাশির মধ্যে লাকি কারা? রইল ১০ সেপ্টেম্বরের রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.