ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন ইনজামাম-উল-হক। সেজন্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে তুলোধোনা করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেরদিন সাংবাদিক বৈঠকে ইনজামামের অভিযোগ নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে চূড়ান্ত বিরক্তির সঙ্গে ভারতের অধিনায়ক জানান, যে কন্ডিশনে খেলা হচ্ছে, সেখানে রিভার্স সুইং হবেই। মারাত্মক রোদ থাকছে। পিচও শুষ্ক। সেই পরিস্থিতিতে বল যে রিভার্স সুইং হবে, সেটা সকলেই জানেন। স্ট্রেলিয়া বা ইংল্যান্ডে খেলা হচ্ছে না। আর তাছাড়া শুধু ভারতীয় দল নয়, সব দলের বোলাররাই রিভার্স সুইং করাচ্ছেন বলে দাবি করেন রোহিত। সেইসঙ্গে রোহিত বলেন, ‘কখনও কখনও মাথা খাটানো উচিত।’ আর সেই কথাটা বলার সময় হাত দিয়ে মাথাও দেখান রোহিত।
ঠিক কী বলেছেন রোহিত?
বল বিকৃতির অভিযোগ নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে রোহিত বলেছেন, 'এবার এটার কী উত্তর দেব, ভাই? এত রোদের মধ্যে খেলা হচ্ছে। পিচ এত শুষ্ক। বল নিজে-নিজেই রিভার্স হতে শুরু করে দেয়। সব দলের হচ্ছে। শুধু আমাদের নাকি? সব দলই রিভার্স সুইং করাচ্ছে। কখনও কখনও মাথা খাটানো উচিত। বোঝা উচিত যে কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না। আমার মতে, এটাই বলব শুধু।'
ইনজামাম কী বলেছিলেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাকিস্তানের ২৪ নিউজ চ্যানেলের 'ওয়ার্ল্ড কাপ হাঙ্গামা' অনুষ্ঠানে ইনজামাম বলেন, 'আপনি এই বিষয়টির ক্ষেত্রে চোখ বুজিয়ে রাখতে পারেন না যে আর্শদীপ সিং যখন ১৫ তম ওভারে বল করছিল, তখন রিভার্স সুইং হচ্ছিল। বড্ড আগে থেকে নয়া বল রিভার্স সুইং হতে শুরু করে দিল না? যাতে রিভার্স সুইং হয়, সেজন্য বলটাকে দ্বাদশ-ত্রয়োদশ ওভারের মধ্যে তৈরি করা হয়েছিল। নিজেদের চোখ খোলা রাখা উচিত আম্পায়ারদের।'
সেইসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে একটু-আধটু জানি। যদি আর্শদীপ সিং রিভার্স সুইং করতে পারে, তাহলে নিশ্চিতভাবে বল নিয়ে কিছু করা হয়েছে।’ উল্লেখ্য, ইনজামাম যে দেশের ক্রিকেটার, সেই দেশের ক্রিকেটারদের বিরুদ্ধে বল বিকৃতি, জালিয়াতির প্রচুর অভিযোগ উঠেছিল। ম্যাচের মধ্যে বল কামড়ে দুটি ম্যাচে নির্বাসিত হয়েছিলেন শাহিদ আফ্রিদি। ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হয়েছিলেন ইনজামামের দেশের ক্রিকেটাররা।
২০২৩ সালের বিশ্বকাপেও ভারতীয় বোলারদের ছোট করার চেষ্টা
উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপেও ভারতীয় বোলারদের পারফরম্যান্স দেখে এরকম উদ্ভট কথা বলেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। তিনি তো এক কাঠি এগিয়েছিলেন। অভিযোগ করেছিলেন যে আইসিসি ভারতীয়দের আলাদা বল দিচ্ছে বলে মনে হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম বলেছিলেন, ‘(এরকম ভুলভাল অভিযোগ তুলে) নিজেকে বেইজ্জত করতে চান তো করুন, আমাদেরও বেইজ্জত করাবেন না।’
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড সেমিতে বৃষ্টির সম্ভাবনা! রিজার্ভ ডে নেই, ন্যূনতম ওভার খেলার নিয়মে রয়েছে বদল!