অস্ট্রেলিয়া সফরের সময় শোনা যাচ্ছিল ভারতীয় দলের অন্দরে ফাটল দেখা গিয়েছে। সম্পর্ক ঠিক নেই কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে। সিডনি টেস্টের আগে এক রিপোর্ট ঘিরে এরকমই চাঞ্চল্য ছড়িয়েছিল। দাবি করা হয়েছিল, মেলবোর্নে হারের পর মেজাজ হারিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। এরপরেই ভারতীয় দলের ড্রেসিংরুমে অস্থির পরিবেশ তৈরি হয়েছে বলে জল্পনা শুরু হয়। তবে সেসব এখন অতীত। ভারত-ইংল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের আগে এক ভিডিয়ো ঘিরে তেমনই মনে করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিত বেশ খোশ মেজাজে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে হোটেলে ঢুকছেন।
খোশ মেজাজে গম্ভীর-রোহিত:
বৃহস্পতিবার নাগপুরে প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। তার আগে বুধবার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা বেশ হাসতে হাসতে হোটেলে ঢুকছেন। দেখে মনে হচ্ছে কোনও কিছু নিয়ে মজা করছেন দু’জন। বিষয়টি বেশ মন জয় করেছে নেটিজেনদের। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি যথেষ্ট স্বস্তির খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু:
এই মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজটিকে প্রস্তুতি হিসাবে দেখছে ভারতীয় শিবির। অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কোচ গৌতম গম্ভীর। আগেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার ওডিআই সিরিজে নিজেদের দাপট দেখাতে মরিয়া রোহিতরা। এই সিরিজটি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে কিছুতেই রান পাচ্ছেন না এই দুই সিনিয়র ক্রিকেটার। সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুর্রুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে এটাই ফর্মে ফেরার শেষ সুযোগ তাঁদের কাছে। যদিও প্রথম ওডিআই ম্যাচে খেলছেন না বিরাট। চোট রয়েছে তাঁর।
উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।