ফর্মে ফিরলেন রোহিত শর্মা….অবশেষে। রবিবার কটকের বারবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রানের দুর্দান্ত ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক। সেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রোহিতকে দেখা যাচ্ছিল, রবিবার কটকে সেই ব্যাটারকে দেখা গেল। প্রথমে ৩০ বলে অর্ধশতরান করেন। তারপর ৭৬ বলে শতরান পূরণ করেন। যা একদিনের ক্রিকেটে রোহিতের ৩২ তম শতরান। আর ছক্কাটাও আসে একেবারে রোহিতের স্টাইলে। আদিল রশিদকে বিশাল ছক্কা মেরে নিজের শতরান পূরণ করেন।
১১৫ দিনের মাথায় অর্ধশতরান রোহিতের
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সেই অর্ধশতরান এসেছিল সেই ১৬ অক্টোবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫২ রান করেছিলেন। তারপর থেকে টেস্টে ন'টি ইনিংস খেলেছেন। তাতে ৫০ রান তো দূর অস্ত, একবারও ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও রান পাননি। অর্থাৎ ১১ ইনিংস এবং ১১৫ দিনের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করলেন রোহিত।
আর শতরানের নিরিখে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৪ সালের ৭ মার্চ। ইংল্যান্ডের বিরুদ্ধেই ধরমশালা টেস্টে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তারপর থেকে টি-টোয়েন্টি, একদিনের ম্যাচ বা টেস্টে তিন অঙ্কের রান ছুঁতে পারেননি। অর্থাৎ ২৭৭ দিন পরে ফের শতরান করলেন। আপাতত রোহিতের ১০২ রানের ইনিংসে ন'টি চার এবং সাতটি ছক্কা মেরেছেন।
২০২৩ সালের বিশ্বকাপের রোহিতকে দেখা গেল!
সেঞ্চুরির থেকেও বড় কথা হল যে শেষ চার-পাঁচ মাস একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। যে রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রান করেছিলেন, সেমিফাইনালে ৩৯ বলে ৫৭ রান করেছিলেন, তাঁর লেশমাত্র দেখা যাচ্ছিল না। আজ পুরনো মেজাজের রোহিতকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন নেটিজেনরা। কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের ফর্মে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
'এসে গিয়েছে...এসে গিয়েছে', মিম ছড়াল সোশ্যাল মিডিয়ায়
এক নেটিজেন একটা ছবি পোস্ট করে লেখেন, 'রোহিত শর্মার ফর্ম....এসে গিয়েছে.....এসে গিয়েছে।' ওই ছবিতে রোহিতের মারকুটে ব্যাটিংয়ের তিনটি ছবি ছিল। আর নীচে 'পিকে' সিনেমার একটা দৃশ্য পোস্ট করে লেখা ছিল, ‘এসে গিয়েছে...এসে গিয়েছে।’ রাজস্থান রয়্যালয়ের তরফে আবার বলা হয়েছে, 'আপনি রোহিতকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরিয়ে নিতে পারেন। কিন্তু রোহিতের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে সরিয়ে নিতে পারবেন না।'
আর রোহিতের সেই ফর্ম ফেরার মধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের ওপেনিং জুটিতেও রান উঠেছে। ৩০৫ রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ১৩৬ রান যোগ করেন রোহিত এবং শুভমন গিল। ১৬.৪ ওভারে সেই রানটা ওঠে। ৫২ বলে ৬০ রান করেন ভারতের সহ-অধিনায়ক। ন'টি চার মারেন। হাঁকান একটি ছক্কা। তবে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। আট বলে পাঁচ রান করে আউট হয়ে গিয়েছেন।