ভারত পাকিস্তান ম্যাচের একদিন আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। আঙুলে চোট পেলেন রোহিত শর্মা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলার সময় জোস লিটিলের বলে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। অর্ধশতরান করার পর ব্যথায় আর খেলতে পারেননি তিনি, মাঠ ছেড়ে বেড়িয়ে যান রিটায়ার্ড হার্ট হয়ে। এরপর ফের একবার চোট পেলেন রোহিত শর্মা, তাও পাকিস্তান ম্যাচের আগে, যা নিয়ে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিচের জন্যই রোহিত শর্মা পরপর দুবার চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। নিউ ইয়র্কে মুল মাঠের পিচ যেমন ডবল পেসড, তেমন অসমান বাউন্সও রয়েছে। আবার অনুশীলনের পিচও মোটেই উপযুক্ত নয়। রোহিতের পাশাপাশি বিরাটকেও অনুশীলনের সময় বিপাকে পড়তে দেখা যায় এই পিচে, যা নিয়ে এবার অভিযোগ জানাল বিসিসিআই।
আরও পড়ুন-শাহরুখের কাছে IPL জয়টা অতটা গুরুত্বপূর্ণই নয়! ফাঁস নায়ারের, তাহলে কী?
মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিসি টি২০ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আখেরে ক্রিকেটের ক্ষতি করে ফেলেনি তো আইসিসি! এই মূহূর্তে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। নেট প্র্যাকটিস করার সময় রোহিত শর্মার বাঁহাতের বুড়ো আঙুলে চোট লাগে, সঙ্গে সঙ্গে ফিজিওরা এসে তাঁর শুশ্রুষা করেন। এরপর অন্য এন্ডে গিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় রোহিত শর্মাকে। এরপরই আইসিসির কাছে ক্ষোভ প্রকাশ করেছে বিসিসিআই। সরকারিভাবে অভিযোগ না জানালেও পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক দ্বিতীয়বার পিচের কারণে চোট পাওয়ায়, বোর্ডের তরফে আইসিসির কাছে পিচ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। প্রসঙ্গ মুল স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি পাবলিক পার্ক অনুশীলনের জন্য বরাদ্দ করা হয়েছে কোহলিদের।
আরও পড়ুন-ঠিক ক্রিজের মাথায় আটকে গেল ব্যাট! চরম দুর্ভাগ্যজনকভাবে রান-আউট রুতুরাজ- ভিডিয়ো
আইসিসি কদিন আগেই নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ নিয়ে নিজেদের বিরক্তির কথা জানিয়েছে। সরাসরি নাসাউ কাউন্টির পিচ নিয়ে আইসিসি জানিয়ে দিয়েছে, সেখানকার পিচের আচরণ মোটেই প্রত্যাশিত নয়। মাঠ কর্মিদের দল মাঠ এবং পিচের উন্নতির চেষ্টা চালাচ্ছে, যাতে বাকি ম্যাচগুলোয় দলগুলি তুলনামুলকভাবে ভালো পিচে ব্যাটিং করার সুযোগ পায়। যদিও নতুন দেশে বিশ্বকাপের দায়িত্ব দিয়ে, মাঠ একবারও পরীক্ষা না করে কীভাবে বড় দলের খেলা দিল আইসিসি, সেই নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-'নিজের দেশের বিরুদ্ধে খেলব, এরকম কিছু মনে হচ্ছে না', ভারত ম্যাচের আগে বললেন সৌরভ
গ্রুপ এ-তে অত্যন্ত গুরুত্বপূ্রণ ম্যাচ হচ্ছে ভারত বনাম পাকিস্তানের। এই ম্যাচের ওপর নির্ভর করবে বড় দলের বিশ্বকাপ ভাগ্য। রবিবারের মেগা ম্যাচের জন্য এমন উইকেট বরাদ্দ হওয়ায় আদতে যে ক্রিকেটের ক্ষতি তা বলাই বাহুল্য। এমন পিচে বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজমরা সাবধানে খেলতে চাইবেন চোট এড়ানোর জন্য সেটাই স্বাভাবিক। ফলে খারাপ পিচের প্রভাব যে তাঁদের খেলায় পড়বে এবং দলের সমস্যা হবে, সেকথা বলাই বাহুল্য।