ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিভিন্নমহল থেকেই প্রশ্ন উঠছে। নিজের স্ত্রী সন্তানসম্ভবনা হওয়ায় ডেলিভারির সময় তিনি ভারতীয় দলের সঙ্গে সফর না করে থেকে গেছেন মুম্বইতে। অনেকে যেমন এটাকে পারিবারিক বাধ্যবাকতা হিসেবেই দেখছেন, তেমন অনেকের আবার মত পরিবারের থেকে সব সময়ই দেশ আগে হওয়া উচিত, যেমন মহেন্দ্র সিং ধোনি করতেন।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
সবার আগে অস্ট্রেলিয়ায় বিরাট-
রোহিত শর্মা ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেননি। কদিন আগেই বিরাট কোহলি সবার আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন। এরপর দুটি গ্রুপে ভাগ করে একে একে দলের বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরাও পৌঁছে গেছেন অজিদের ডেরায়। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডিরা অবশ্য ভারতীয় এ দলের হয়ে খেলার কারণে আগে থেকেই অস্ট্রেলিয়ায় ছিলেন।
আরও পড়ুন- ৯জন খেলেও মহমেডানকে রুখল ইস্টবেঙ্গল! জোড়া লালকার্ড কি যুক্তিসংগত? নাকি এড়াতে পারতেন রেফারি!
স্ত্রীর দ্বিতীয় সন্তান ডেলিভারির পরই চূড়ান্ত সিদ্ধান্ত-
যদিও সূত্রের খবর, রোহিত শর্মা পার্থ-এ খেলবেন কিনা সেটা স্থির হবে তাঁর স্ত্রীর ডেলিভারির পরই। অর্থাৎ যেদিন রিতিকা মা হবেন, তারপরই রোহিত সিদ্ধান্ত নেবেন পার্থ-এ তিনি যাবেন কিনা। এছাড়াও স্ত্রী সন্তান হাসপাতালের থাকার সময় রোহিতের পক্ষে খেলায় ফোকাস করাও কঠিন, স্বাভাবিকভাবেই। সেই কারণে এখন থেকেই রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে তৈরি রাখতে আলাদাভাবে প্রস্তুতি সাড়ছেন।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
রোহিতের প্রস্তুতির ছবি ভাইরাল-
সম্প্রতি রোহিত শর্মার এক ফ্যান পেজ থেকে তাঁর এক ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা ব্যাটিং প্র্যাকটিস করছেন। জানা গেছে, রিলায়েন্স কর্পোরেট পার্কের পরিকাঠামো ব্যবহার করছেন রোহিত শর্মা। সেখানেই আপাতত তিন ব্যাটিং প্র্যাকটিস করে অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে ছন্দের মধ্যেই রাখছেন, যাতে হঠাৎ করে সেদেশে গেলেও খেলায় নামতে পারেন।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
প্রথম টেস্টে অধিনায়ক বুমরাহ-
প্রসঙ্গত রোহিত শর্মার পরিবর্তে জসপ্রীত বুমরাহর নাম প্রথম টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় বোর্ড। বোর্ডের এক সূত্রের তরফে বলা হয়েছে, ‘এখন জানা নেই রোহিত কবে অস্ট্রেলিয়ায় যাবে। প্রথম টেস্টে খেলবেন কিনা সেটাও নিশ্চিত নয়। ওর দ্বিতীয় সন্তান জন্মানোর পরই এই নিয়ে সিদ্ধান্ত নেবে রোহিত। কিন্তু ব্যাটিং অনুশীলন করে নিজেকে ছন্দের মধ্যেই রাখার চেষ্টা করছে ও। একজন বাবার যা করা উচিত, ও স্ত্রী এবং পরিবারের সঙ্গে থেকে সেই কাজটাই করছে ’।